Redmi 13 5G Launch in India: মধ্যবিত্তদের জন্যে লঞ্চ হয়ে গেল Redmi 13 5G, জেনে নিন দাম আর স্পেসিফিকেশন

By Sk Imtiaz Ahmed

Published on:

Follow Us
Redmi 13 5G Launch in India

Redmi 13 5G Launch in India: Xiaomi ভারতে নিজের দশম এনিভার্সারি সেলিব্রেশনে বহু প্রোডাক্ট প্রদর্শনের সাথে লঞ্চ করেছে। এই প্রোডাক্টগুলির মধ্যে একটি অন্যতম প্রোডাক্ট হল Redmi 13 5G। এই বাজেট ফোনটি Snapdragon 4 Gen 2 AE চিপসেটের সাথে আসবে যা আরও উন্নত পারফরম্যান্সের আশ্বাস দেয়।

এই ফোনটির লঞ্চ হওয়ার জল্পনা বেশ অনেকদিন ধরেই চলছিল এবং লঞ্চের আগেই এই ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন ও লিক হয়েছিল।

আজ আমরা Redmi 13 5G এর দাম, ক্যামেরা, চিপসেট, RAM, চার্জিং ইত্যাদি নিয়ে আলোচনা করব।

Redmi 13 5G Launch in India

Redmi 13 5G একটি লঞ্চ ইভেন্টের মাধ্যমে আজ অর্থাৎ 09 জুলাই ভারতে লঞ্চ করা হয়। Redmi 13 5G কে 6GB+128GB আর 8GB+128GB ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

এই ফোনটিকে তিনটি কালার অপশনের সাথে লঞ্চ করা হয়েছে – ব্ল্যাক ডায়মন্ড, হাওয়াইয়ান ব্লু, অর্কিড পিঙ্ক।

এই ফোনটি 12 জুলাই দুপুর 12 টা থেকে বিক্রির জন্যে উপলব্ধ হবে।

ভ্যারিয়েন্ট6GB+128GB আর 8GB+128GB
কালার অপশনব্ল্যাক ডায়মন্ড, হাওয়াইয়ান ব্লু, অর্কিড পিঙ্ক

Redmi 13 5G Price

Redmi 13 5G এর 6GB+128GB ভ্যারিয়েন্টের দাম Rs.13,999 রাখা হয়েছে। 8GB+128GB ভ্যারিয়েন্টের দাম Rs.15,499 রাখা হয়েছে।

এই ফোনটি 12 জুলাই থেকে সেলে যাবে। এই ফোনটিকে Amazon, mi.com আর Xiaomi এর রিটেল পার্টনারদের মাধ্যমে বিক্রি করা হবে। Amazon এ Redmi 13 5G এর মাইক্রো পেজে এই ফোনের দাম Rs.12,999 রাখা হয়েছে।

এই ফোনে Rs.1000 পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে।

ভ্যারিয়েন্টদাম
6GB+128GBRs.13,999 (Rs.12,999 ব্যাঙ্ক ডিসকাউন্টের সাথে)
8GB+128GBRs.15,499 (Rs.14,499 ব্যাঙ্ক ডিসকাউন্টের সাথে)

Redmi 13 5G Display

Redmi 13 5G Display

Redmi 13 5G এ 6.79-ইঞ্চের FHD+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লেতে IPS LCD প্যানেল ব্যবহার হয়েছে।

এই প্যানেলটিতে 120Hz এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রেসোলিউশন 1080×2460 পিক্সেলের।

এই ডিসপ্লের পিক্সেল ডেনসিটি 396 ppi আর এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 550nits এর।

এই ফোনটিতে AdaptiveSync refresh rate ব্যবহার করা হয়েছে যার জন্যে প্রয়োজন মতো স্ক্রিনের রিফ্রেশ রেট পাল্টে যায়। এই ডিসপ্লের সুরক্ষার জন্যে Corning Gorilla Glass 3 ব্যবহার করা হয়েছে।

ডিসপ্লে সাইজ6.79-ইঞ্চ
ডিসপ্লে টাইপIPS LCD
রিফ্রেশ রেট120Hz (ডাইনামিক)
রেসোলিউশন1080×2460 পিক্সেল
পিক্সেল ডেনসিটি396 ppi
পিক ব্রাইটনেস550nits
সুরক্ষাCorning Gorilla Glass 3

Redmi 13 5G Performance

Redmi 13 5G এ 4 nm Snapdragon 4 Gen 2 AE (accelerated edition) চিপসেট ব্যবহার করা হয়েছে। গ্রাফিক্সের জন্যে Adreno 613 GPU ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরে 2.3GHz অবধি ক্লক স্পিড দেখতে পাওয়া যায়।

কোম্পানির অনুযায়ী এই ফোনে 36 মাস পর্যন্ত ল্যাগ ছাড়া ইউসার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।

চিপসেট4 nm Snapdragon 4 Gen 2 AE (accelerated edition)
গ্রাফিক্সAdreno 613 GPU
সর্বোচ্চ ক্লক স্পিড2.3GHz

Redmi 13 5G RAM and Storage

এই ফোনটিকে 6GB অথবা 8GB RAM অপশনের সাথে লঞ্চ করা হয়েছে। এই ফোনে একটি মাত্র 128GB এর স্টোরেজ অপশন দেওয়া হয়েছে। এই স্টোরেজের টাইপ UFS 2.2।

স্টোরেজকে 1TB পর্যন্ত বৃদ্ধি করা যাবে হাইব্রিড সিম কার্ড স্লটের মাধ্যমে। এই ফোনে 8GB পর্যন্ত ভার্চুয়াল RAM দেওয়া হয়েছে।

RAM অপশন6GB অথবা 8GB
স্টোরেজ অপশন128GB
স্টোরেজ টাইপUFS 2.2
স্টোরেজ বৃদ্ধি করা যাবে1TB পর্যন্ত
ভার্চুয়াল RAM8GB পর্যন্ত

Redmi 13 5G Camera

Redmi 13 5G Camera

Redmi 13 5G তে রিয়ার ডুয়াল ক্যামেরা সেট-আপ দেওয়া হয়েছে। প্রাইমারি ক্যামেরার জন্যে 108MP এর সেন্সর ব্যবহার করা হয়েছে।

সেকেন্ডারি ক্যামেরার জন্যে 2MP ম্যাক্রো সেন্সর ব্যবহার করা হয়েছে।

সেলফির জন্যে একটি 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

এই ক্যামেরা সেট-আপে 3X পর্যন্ত ইন সেন্সর জুম দেওয়া হয়েছে। এছাড়াও গতানুগতিক ফ্ল্যাশের জায়গায় রিং ফ্ল্যাশের ব্যবহার করা হয়েছে।

প্রাইমারি ক্যামেরার108MP
সেকেন্ডারি ক্যামেরা2MP ম্যাক্রো
ফ্রন্ট ক্যামেরা13MP

Redmi 13 5G Battery and Charging

এই ফোনে 5030 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনটি 33W এর ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং চার্জার ব্রিক বক্সের সাথেই দেওয়া হবে।

এই ফোনে Type C পোর্ট দেওয়া হয়েছে। কোম্পানি অনুযায়ী এই ফোনটিকে 30 মিনিটের মধ্যেই 50% চার্জ করা যাবে।

ব্যাটারি ক্যাপাসিটি5030 mAh
ফাস্ট চার্জিং33W পর্যন্ত

Redmi 13 5G Specifications

এই ফোনে IP53 ওয়াটার আর ডাস্ট রেসিস্টেন্স সার্টিফিকেশন দেওয়া হয়েছে। এই ফোনে 3.5mm হেডফোন জ্যাকের সাথে IR Blaster ও দেওয়া হয়েছে।

এই ফোনে বায়োমেট্রিকের জন্যে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। এই ফোনের ওজন 199 গ্রামের এবং পিছনে ফাইবার প্লাষ্টিক মেটেরিয়ালের জায়গায় গ্লাসের ব্যবহার করা হয়েছে।

সফটওয়্যারের জন্যে এই ফোনে Xiaomi HyperOS দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

উপসংহার

Redmi 13 5G বাজেট সেগমেন্টে একটি ভাল প্রোডাক্ট হিসেবে আত্মপ্রকাশ করেছে। ব্যাঙ্ক ডিসকাউন্টের সাথে এই ফোনটি আরও ভ্যালু ফর মানি হয়ে ওঠে। এই ফোনটি এই সেগমেন্টে একটি মাত্র 5G ফোন যাতে পিছনেও গ্লাসের ব্যবহার হয়েছে।

উৎস

Sk Imtiaz Ahmed

হ্যালো আমার নাম Imtiaz, আমি ছোটবেলা থেকেই অটোমোবাইল আর মোবাইল নিয়ে ব্যাপক উৎসাহী ছিলাম। সময়ের সাথে আমি প্রচুর মোবাইল ফোন ব্যবহার করার অভিজ্ঞতা অর্জন করেছি। আর এই অভিজ্ঞতার সাহায্যে আমি আপনাদের সাথে বাজারে লঞ্চ হওয়া সমস্ত নতুন মোবাইলফোন সম্পর্কে আলোচনা করব।

Leave a Comment