Moto G85 5G Launch in India: আজ 10 জুলাই ভারতে লঞ্চ হয়ে গেল অতি প্রত্যাশিত Moto G85 5G। এই ফোনটি হালফিল লঞ্চ হওয়া CMF Phone 1 কে ভারতীয় বাজারে কড়া টক্কর দিতে চলেছে।
G85 5G একটি বাজেট ফোন হলেও এতে রয়েছে প্রিমিয়াম ফিচার্স যেমন কার্ভড pOLED ডিসপ্লে, Dolby Atmos, 256 GB পর্যন্ত স্টোরেজ ও ইত্যাদি।
আজ আমরা Moto G85 5G এর দাম, ডিসপ্লে, ক্যামেরা, চিপসেট, ব্যাটারি ও ইত্যাদি ফিচার্স নিয়ে আলোচনা করব।
Moto G85 5G Launch in India
ভারতে এই ফোনটিকে 8GB+128GB আর 12GB+256GB ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
16 জুলাই দুপুর 12টা থেকে এই ফোনটি অনলাইনে Flipkart আর motorola.in কেনা যাবে। অফলাইনে Motorola এর সমস্ত রিটেল পার্টনারের মাধ্যমে এই ফোনটিকে বিক্রি করা হবে।
এই ফোনটি কোবল্ট ব্লু, আরবান গ্রে আর অলিভ গ্রিন কালার অপশনের সাথে লঞ্চ করা হয়েছে।
ভ্যারিয়েন্ট | 8GB+128GB আর 12GB+256GB |
প্রথম বিক্রি | 16 জুলাই দুপুর 12টা |
কালার অপশন | কোবল্ট ব্লু, আরবান গ্রে আর অলিভ গ্রিন |
কোথায় কিনবেন | Flipkart, motorola.in, রিটেল পার্টনার |
Moto G85 5G Price in India
ভারতে মোটোরোলা G85 5G এর 8GB+128GB ভ্যারিয়েন্টের দাম Rs.17,999 রাখা হয়েছে। 12GB+256GB ভ্যারিয়েন্টের দাম Rs.19,999 রাখা হয়েছে।
লঞ্চ অফারে Rs.1000 ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট অথবা Rs.1000 এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে।
এছাড়াও 3, 6 আর 9 মাসের No cost EMI এর সুবিধা পাওয়া যাবে।
এই No cost EMI আর ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে Axis ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে।
8GB+128GB | Rs.17,999 (Rs.16,999 অফারের সাথে) |
12GB+256GB | Rs.19,999 (Rs.18,999 অফারের সাথে) |
অফার | Rs.1000 ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট অথবা এক্সচেঞ্জ বোনাস |
ব্যাঙ্ক | Axis ব্যাঙ্ক ক্রেডিট কার্ড |
Moto G85 5G Display
এই ফোনে 6.67 ইঞ্চের কার্ভড 10-bit FHD+ pOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রেসোলিউশন 2400 x 1080 পিক্সেলের।
এই Endless Edge Display তে 120 Hz এর রিফ্রেস রেট দেওয়া হয়েছে। পিক ব্রাইটনেস 1600 nits পর্যন্ত যেতে পারে এবং এই ডিসপ্লের পিক্সেল ডেনসিটি 395ppi।
আই প্রটেকশনের জন্যে রয়েছে SGS সার্টিফিকেশন। সুরক্ষার জন্যে Corning এর Gorilla Glass 5 ব্যবহার করা হয়েছে।
Moto G85 5G Performance
এই ফোনে পারফরম্যান্সের জন্যে Qualcomm Snapdragon 6s Gen 3 চিপসেট ব্যবহার করা হয়েছে। এই Snapdragon 6s Gen 3 একটি 6 nm প্রসেসের অক্টা-কোর চিপসেট।
Adreno 619 GPU কে গ্রাফিক্সের জন্যে ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরের সর্বোচ্চ ক্লক স্পিড 2.3GHz পর্যন্ত যায়।
Moto G85 5G RAM and Storage
এই ফোনে দুটো, 8GB আর 12GB RAM অপশন দেওয়া হয়েছে। ইন্টারনাল স্টোরেজের ক্ষেত্রে 128GB আর 256GB এর অপশন দেওয়া হয়েছে।
এই ফোনে কোনো এক্সটার্নাল স্টোরেজ সাপোর্ট দেওয়া হয়নি। ভ্যারিয়েন্ট অনুযায়ী 8GB আর 12GB RAM বুস্ট দেওয়া হয়েছে।
Moto G85 5G Camera
এই ফোনে পিছনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট-আপ দেওয়া হয়েছে। 50MP এর Sony Lytia 600 সেন্সর কে ব্যবহার করা হয়েছে প্রাইমারি ক্যামেরা হিসেবে। 8MP এর আলট্রা-ওয়াইড সেন্সর ব্যবহার করা হয়েছে সেকেন্ডারি ক্যামেরা হিসেবে।
32MP এর সেন্সর দেওয়া হয়েছে ফ্রন্ট ক্যামেরা হিসেবে। প্রাইমারি সেন্সরে স্টেবিলাইজেসনের জন্যে OIS দেওয়া হয়েছে। 8X পর্যন্ত ডিজিটাল জুম দেওয়া হয়েছে এই ফোনে।
Moto G85 5G Battery and Charging
এই ফোনে 5000 mAh ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে 33W এর ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে এবং চার্জিং ব্রিক বক্সের মধ্যেই দেওয়া হবে। 2.0 Type-C পোর্ট দেওয়া হয়েছে চার্জিং আর ডাটা ট্রান্সফারের জন্যে।
Moto G85 5G Specifications
এই ফোনের ওজন 172 গ্রাম আর থিকনেস 7.59mm। এই ফোনে পিছনে ভেগান লেদার (ব্লু আর গ্রিন) আর 3D PMMA গ্লাসের (গ্রে) ব্যবহার করা হয়েছে।
এই ফোনকে আনলক করার জন্যে ইন-ডিসপ্লে ফিঙারপ্রিন্ট সেন্সর আর ফেস আনলক দেওয়া হয়েছে।ভালো অডিও এক্সপিরিয়েন্সের জন্যে Dolby Atmos এর সাপোর্ট এর সাথে ডুয়াল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে।
এই ফোন মোট 13 টা 5G ব্যান্ড দেওয়া হয়েছে। ওয়াটার আর ডাস্ট রেসিসটেন্সের জন্যে জন্যে IP52 সার্টিফিকেশন দেওয়া হয়েছে এই ফোনে।
এই ফোনে শুরু থেকেই Android 14 দেওয়া হবে। 2 বছরের OS আপগ্রেড আর 3 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে বলে জানিয়েছে মোটোরোলা।
এছাড়াও এই ফোনে রয়েছে ডুয়াল ন্যানো সিম কার্ড স্লট, Bluetooth 5.1 তবে NFC দেওয়া হয়নি।
আরও পড়ুন:
উপসংহার
ব্যাঙ্ক ডিসকাউন্টের সাথে Rs.16,999 এ Moto G85 5G একটি অসাধারণ প্রোডাক্ট। বাজেট সেগমেন্টে এই ফোনটি অনেকগুলি প্রিমিয়াম ফিচার্স নিয়ে এসেছে যেমন একটি কার্ভড OLED ডিসপ্লে। এই ফোনটি সদ্য লঞ্চ হওয়া CMF Phone 1 কে করা টক্কর দেবে।