Lava Blaze X Launch in India: বাজেট সেগমেন্টে ঝড় আনল Lava, Blaze X কে লঞ্চ করে, জানুন দাম আর স্পেসিফিকেশন

By Sk Imtiaz Ahmed

Published on:

Follow Us
Lava Blaze X Launch in India

Lava Blaze X Launch in India: গত কয়েকদিনে ভারতীয় বাজেট সেগমেন্টে যেন একটি বিপ্লব শুরু হয়েছে। Moto G85 5G, CMF Phone 1 এর পর এবার ভারতে লঞ্চ হল Lava Blaze X। ভারতীয় মোবাইল নির্মাতা Lava অবিশাস্য কিছু ফিচার এনে ফেলেছে Rs.15,000 এর সেগমেন্টে।

Blaze X এ রয়েছে 3D কার্ভড AMOLED ডিসপ্লে, 64MP AI Sony ক্যামেরা, Dimensity 6300 চিপসেট আর ইত্যাদি ফিচার্স।

আজ আমরা Lava Blaze X এর দামের সাথে ক্যামেরা, চিপসেট, ব্যাটারি ও ইত্যাদি স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব।

Lava Blaze X Launch in India

আজ 12 জুলাই Blaze X কে ভারতে লঞ্চ করে দিল Lava। এই ফোনটিকে মোট 2টে ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

এই ভ্যারিয়েন্টগুলি হল – 4GB+128GB, 6GB+128GB আর 8GB+128GB।

এই ফোনটিকে দুটো কালার অপশনে লঞ্চ করা হয়েছে – টাইটানিয়াম গ্রে আর স্টারলাইট পার্পল।

এই ফোন বিক্রির জন্যে Amazon এ উপলব্ধ হবে 20 জুলাই রাত 12AM থেকে।

ভ্যারিয়েন্ট4GB+128GB, 6GB+128GB আর 8GB+128GB
লঞ্চের তারিখ12 জুলাই
কালার অপশনটাইটানিয়াম গ্রে আর স্টারলাইট পার্পল
বিক্রি শুরু হবে20 জুলাই 12AM

Lava Blaze X Price in India

এই ফোনটির দাম 4GB+128GB ভ্যারিয়েন্টের দাম Rs.14,999 রাখা হয়েছে।

6GB+128GB আর 8GB+128GB দাম যথাক্রমে Rs.15,999 আর Rs.16,999 রাখা হয়েছে।

লঞ্চ অফারে সমস্ত ব্যাঙ্কের ডেবিট অথবা কার্ডের সাথে Rs.1,000 ইনস্ট্যান্ট ডিসকাউন্ট থাকবে।

ভ্যারিয়েন্টদাম
4GB+128GBRs.14,999 (Rs.13,999 ডিসকাউন্টের পর)
6GB+128GBRs.15,999 (Rs.14,999 ডিসকাউন্টের পর)
8GB+128GBRs.16,999 (Rs.15,999 ডিসকাউন্টের পর)

Lava Blaze X 5G Display

Lava Blaze X 5G Display

এই ফোনে 6.67-ইঞ্চের কার্ভড AMOLED Display ব্যবহার করা হয়েছে। এটি একটি FHD+ ডিসপ্লে যার রেসোলিউশন 1080 x 2400 পিক্সেলের।

এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz এর এবং পিক্সেল ডেনসিটি 394 ppi এর।

ডিসপ্লে সাইজ 6.67-ইঞ্চ
ডিসপ্লে টাইপ FHD+ কার্ভড AMOLED
রেসোলিউশন1080 x 2400
রিফ্রেশ রেট120Hz
পিক্সেল ডেনসিটি394 ppi

Lava Blaze X Performance

এই ফোনে MediaTek এর Dimensity 6300 চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি একটি 6nm প্রসেসের অক্টা-কোর প্রসেসর।

এই চিপসেটের সর্বোচ্চ ক্লক স্পিড 2.4GHz এর। GPU এর জন্যে Arm Mali-G57 MC2 কে ব্যবহার করা হয়েছে।

এই ফোনের AnTuTu স্কোর 420,000 এর বেশি। তবে, ডিসপ্লেতে কি ধরণের গ্লাস ব্যবহার করা হয়েছে তা নিয়ে কিছু বলেনি Lava।

চিপসেটMediaTek Dimensity 6300
ফ্যাব্রিকেশন প্রসেস6nm
সর্বোচ্চ ক্লক স্পিড2.4GHz
GPUArm Mali-G57 MC2
AnTuTu স্কোর420,000+

Lava Blaze X RAM and Storage

এই ফোনে 3টি RAM এর অপশন দেওয়া হয়েছে – 4GB, 6GB আর 8GB। এই RAM টি LPDDR4x টাইপের।

স্টোরেজের জন্যে একটি মাত্র 128GB অপশন দেওয়া হয়েছে। এই স্টোরেজটি UFS 2.2 টাইপের।

ভ্যারিয়েন্ট অনুযায়ী 4GB, 6GB আর 8GB ভার্চুয়াল RAM ও দেওয়া হয়েছে।

RAM অপশন4GB, 6GB আর 8GB
RAM টাইপLPDDR4x
স্টোরেজ অপশনশুধু 128GB
স্টোরেজ টাইপUFS 2.2
ভার্চুয়াল RAM4GB, 6GB আর 8GB (ভ্যারিয়েন্ট অনুযায়ী)

Lava Blaze X Camera

Lava Blaze X Camera

এই ফোনে পিছনে ডুয়াল ক্যামেরা সেট-আপ দেওয়া হেয়ছে। প্রাইমারি ক্যামেরাতে 64MP এর Sony সেন্সর ব্যবহার করা হয়েছে।

সেকেন্ডারি ক্যামেরার জন্যে 2MP এর ম্যাক্রো সেন্সর ব্যবহার করা হয়েছে।

সেলফির জন্যে 16MP এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

প্রাইমারি ক্যামেরা64MP Sony সেন্সর
সেকেন্ডারি ক্যামেরা2MP ম্যাক্রো সেন্সর
ফ্রন্ট ক্যামেরা16MP সেন্সর

Lava Blaze X Battery and Charging

এই ফোনে 5000mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Lava দাবি করেছে যে 110 মিনিটে এই ফোনকে 0 থেকে 100 শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে। এই ফোনটিকে চার্জ করার জন্যে Type-C পোর্ট দেওয়া হয়েছে।

ব্যাটারি ক্যাপাসিটি5000mAh (লিথিয়াম পলিমার)
ফাস্ট চার্জিং33W
0 থেকে 100 শতাংশ110 মিনিট
পোর্টType-C

Lava Blaze X Specifications

এই ফোনে ডুয়াল ন্যানো সিম কার্ড স্লট দেওয়া হয়েছে। এই ফোনটির ওজন 183 গ্রামের আর থিকনেস 8.45mm এর।

এই ফোনে এক্সপ্যান্ডেবাল স্টোরেজ আর 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়নি। তবে, USB-C থেকে 3.5mm কনভার্টার কনেক্টর বক্সেই দেওয়া হয়েছে।

এই ফোনে Bluetooth 5.2, OTG সাপোর্ট, Wi-Fi 5 সাপোর্ট দেওয়া হয়েছে।

সফটওয়্যারের ক্ষেত্রে কোন ব্লোটওয়্যার ছাড়া Android 14 দেওয়া হয়েছে। এই ফোনের সাথে 1 বছরের সফটওয়্যার উপডেট আর 2 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

এই ফোনকে আনলক করার জন্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ফেস আনলক দেওয়া হয়েছে।

সিম কার্ড স্লটডুয়াল ন্যানো সিম কার্ড স্লট
ওজন183 গ্রাম
থিকনেস8.45mm
এক্সপ্যান্ডেবাল স্টোরেজনেই
3.5mm হেডফোন জ্যাকনেই
সফটওয়্যার সাপোর্ট1 বছরের সফটওয়্যার উপডেট আর 2 বছরের সিকিউরিটি আপডেট
বায়োমেট্রিক্সইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ফেস আনলক

আরও পড়ুন:

মাত্র সাড়ে 10 হাজারে লঞ্চ হবে এই ফিচার ঠাঁসা 5G ফোন

উপসংহার

Lava Blaze X Rs.15,000 এর সেগমেন্টে একটি ফিচার রিচ ফোন। Lava এই ফোনটির মাধ্যমে ভারতে বাজেট সেগমেন্টে নিজের অবস্থান আরও দৃঢ় করে তুলবে।

বেস ভ্যারিয়ান্টটি ব্যাঙ্ক ডিসকাউন্টের পর Rs.13,999 দামে এটি একটি অত্যন্ত ভ্যালু ফর মানি ফোন হয়ে ওঠে উপরের ভ্যারিয়েন্টগুলিও ভ্যালু ফর মানি যদি প্রিমিয়াম ফিচারগুলিকে মাথায় রাখা হয়।

উৎস

Sk Imtiaz Ahmed

হ্যালো আমার নাম Imtiaz, আমি ছোটবেলা থেকেই অটোমোবাইল আর মোবাইল নিয়ে ব্যাপক উৎসাহী ছিলাম। সময়ের সাথে আমি প্রচুর মোবাইল ফোন ব্যবহার করার অভিজ্ঞতা অর্জন করেছি। আর এই অভিজ্ঞতার সাহায্যে আমি আপনাদের সাথে বাজারে লঞ্চ হওয়া সমস্ত নতুন মোবাইলফোন সম্পর্কে আলোচনা করব।

Leave a Comment