Samsung Galaxy M35 5G Launch Date in India: গত বছর ভারতে 7 জুলাই Galaxy M34 5G কে লঞ্চ করেছিল Samsung।
এবার M34 5G এর উত্তরাধিকার M35 5G কে লঞ্চ করার জন্যে প্রস্তুত কোরিয়ান ফোন নির্মাতা।
সদ্য লঞ্চ হওয়া Lava Blaze X, Moto G85 5G আর CMF Phone 1 এর সাথে সরাসরি টক্কর নেবে M35 5G।
Amazon.in এ ইতিমধ্যে এই ফোনটির একটি মাইক্রো সাইট তৈরি করা হয়ে গেছে।
এই মাইক্রো সাইটের মাধ্যমে আসন্ন M35 5G এর অনেকগুলি ফিচারও প্রকাশ করা হয়েছে।
এই ফোনে Exynos 1380, 6000mAh ব্যাটারি, Infinity O ডিসপ্লে ইত্যাদি ফিচার্স দেওয়া হবে।
আজ আমরা Samsung Galaxy M35 5G লঞ্চের তারিখের সাথে, সম্ভাব্য দাম, ক্যামেরা, চিপসেট ও ইত্যাদি স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব।
Samsung Galaxy M35 5G Launch Date in India
Amazon.in অনুযায়ী 17 জুলাই ভারতে Samsung Galaxy M35 5G কে লঞ্চ করে দেয়া হবে।
এই ফোনটি ভারতে দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে – 6GB+128GB আর 8GB+256GB।
এই ফোনটি তিনটে কালার অপশনের সাথে লঞ্চ করা হবে – ডার্ক ব্লু, গ্রে, লাইট ব্লু।
লঞ্চের তারিখ | 17 জুলাই |
ভ্যারিয়েন্টে (সম্ভাব্য) | 6GB+128GB আর 8GB+256GB |
কালার অপশন | ডার্ক ব্লু, গ্রে, লাইট ব্লু |
Samsung Galaxy M35 5G Price in India
Galaxy M34 5G কে ভারতে Rs.16,999 (6GB+128GB) আর Rs.18,999 (8GB+128GB) এ লঞ্চ করা হয়েছিল।
Samsung বা Amazon এর তরফ থেকে M35 5G এর দাম সম্পর্কে এখনও কিছু বলা হয়নি।
M35 5G এর 6GB+128GB ভ্যারিয়েন্টের দাম Rs.16,999 আর 8GB+256GB ভ্যারিয়েন্টের দাম Rs.18,999 রাখা হবে বলে আশা করা হচ্ছে।
ভ্যারিয়েন্ট | প্রত্যাশিত দাম |
---|---|
6GB+128GB | Rs.16,999 |
8GB+256GB | Rs.18,999 |
Samsung Galaxy M35 5G Display
এই ফোনে 6.6-ইঞ্চের Infinity O Super AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এটি একটি FHD+ প্যানেল হবে যা রেসোলিউশন 1080 x 2340 পিক্সেলের।
এই ডিসপ্লেতে 120 Hz এর রিফ্রেশ রেট দেওয়া হবে। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 1000 nits এর হবে। এই ডিসপ্লের পিক্সেল ডেনসিটি 390 ppi এর হবে।
এই ডিসপ্লেতে SGS এর Eye Care Certification থাকবে।
ডিসপ্লের সাইজ | 6.6-ইঞ্চ |
ডিসপ্লে টাইপ | Infinity O Super AMOLED |
রেসোলিউশন | 1080 x 2340 পিক্সেল (FHD+) |
রিফ্রেশ রেট | 120 Hz |
পিক ব্রাইটনেস | 1000 nits |
পিক্সেল ডেনসিটি | 390 ppi |
আই প্রটেকশন | Eye Care Certification (SGS) |
Samsung Galaxy M35 5G Performance
আমাজনের মাইক্রো সাইট অনুযায়ী এই ফোনে Exynos 1380 চিপসেট ব্যবহার করা হবে।
এই চিপসেটটি একটি 5nm ফ্যাব্রিকেশন প্রসেসের অক্টা-কোর প্রসেসর।
এই প্রসেসরের সর্বোচ্চ ক্লক স্পিড 2.4GHz এর। গ্রাফিক্সের জন্যে Mali G68 MP5 GPU কে ব্যবহার করা হবে।
চিপসেট | Exynos 1380 |
ফ্যাব্রিকেশন প্রসেস | 5nm |
সর্বোচ্চ ক্লক স্পিড | 2.4GHz |
GPU | Mali G68 MP5 |
Samsung Galaxy M35 5G RAM and Storage
এই ফোনে দুটো 6GB অথবা 8GB RAM এর অপশন দেবে Samsung।
এই RAM এর টাইপ LPDDR4x অথবা LPDDR5 হবে।
এই ফোনে সম্ভবত দুটো স্টোরেজ অপশন দেওয়া হবে।
128GB/256GB অথবা শুধুমাত্র 256GB ইন্টারনাল স্টোরেজের অপশন দেওয়া হতে পারে।
এই স্টোরেজের টাইপ UFS v3.1 এর হবে।
এই ফোনে 1TB পর্যন্ত স্টোরেজকে হাইব্রিড MicroSD স্লটের এর সাহায্যে বৃদ্ধি করা যাবে।
RAM অপশন | 6GB অথবা 8GB |
RAM টাইপ | LPDDR4x/LPDDR5 |
স্টোরেজ অপশন | 128GB/256GB |
এক্সপ্যান্ডেবাল স্টোরেজ | 1TB পর্যন্ত |
Samsung Galaxy M35 5G Camera
এই ফোনে পিছনে একটি ট্রিপল ক্যামেরা সেট-আপ দেওয়া হয়েছে। প্রাইমারি ক্যামেরাতে একটি 50MP এর সেন্সর ব্যবহার করা হবে।
সেকেন্ডারি ক্যামেরাতে 8MP আলট্রা-ওয়াইড সেন্সর ব্যাবহার করা হবে।
তৃতীয় ক্যামেরার জন্যে একটি 2MP ম্যাক্রো সেন্সর ব্যবহার করা হবে।
এই ফোনে 10x পর্যন্ত ডিজিটাল জুম আর OIS (Optical Image Stabilization) ও EIS সাপোর্ট থাকবে।
সেলফির জন্যে একটি 13MP ক্যামেরা দেওয়া হবে।
প্রাইমারি ক্যামেরা | 50MP সেন্সর |
সেকেন্ডারি ক্যামেরা | 8MP আলট্রা-ওয়াইড সেন্সর |
তৃতীয় ক্যামেরা | 2MP ম্যাক্রো সেন্সর |
ফ্রন্ট ক্যামেরা | 13MP |
ফিচার্স | 10x ডিজিটাল জুম, OIS & EIS |
Samsung Galaxy M35 5G Battery and Charging
এই ফোনে 6000mAh এর ব্যাটারি দেওয়া হবে।
এই ফোনে 25W এর ফাস্ট-চার্জিং সাপোর্ট থাকবে।
এই ফোনে 2.0 Type C পোর্ট দেওয়া হবে তবে, বক্সের সাথে চার্জার ব্রিক দেওয়া হবেনা।
ব্যাটারি ক্যাপাসিটি | 6000 mAh |
চার্জিং স্পিড | 25W ফাস্ট-চার্জিং |
পোর্ট | 2.0 Type C |
Samsung Galaxy M35 5G Specifications
এই ফোনের ওজন 222গ্রাম আর থিকনেস 9.1mm এর।
এই ফোনে অডিও এনহ্যান্সমেন্টের জন্যে Dolby Atmos সাপোর্ট দেওয়া হবে। এছাড়াও Samsung Knox সিকিউরিটি থাকবে।
সফটওয়্যারের জন্যে One UI (Android 14) দেওয়া থাকবে। 4 বছরের সফটওয়্যার উপগ্রেডের সাথে 5 বছরের সিকিউরিটি উপগ্রেড প্রদান করবে Samsung।
এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে ফেস আনলক থাকবে।
কানেক্টিভিটির ক্ষেত্রে Bluetooth 5.3, Wi-Fi 6, 13 ব্যান্ড 5G থাকবে।
এই ফোনে ডুয়াল ন্যানো সিম কার্ড স্লট থাকবে। এই ফোনে 3.5mm হেডফোন জ্যাক থাকবেনা তবে, NFC সাপোর্ট দেওয়া হবে।
ওজন | 222গ্রাম |
থিকনেস | 9.1mm |
অডিও এনহ্যান্সমেন্ট | Dolby Atmos |
সিকিউরিটি | Samsung Knox |
সফটওয়্যার | One UI (Android 14), 4 বছরের সফটওয়্যার উপগ্রেড, 5 বছরের সিকিউরিটি উপগ্রেড |
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর | সাইড মাউন্টেড |
NFC সাপোর্ট | থাকবে |
উপসংহার
সাম্প্রতিককালের প্রতিদ্বন্দ্বিতাকে জবাব দিতে Samsung, Galaxy M35 5G কে ভারতে লঞ্চ করতে চলেছে। এই ফোনটি সংস্থার তরফ থেকে একটি বাজেট 5G ফোন।
M34 5G এর তুলনায় M35 এ Samsung অনেক ফিচারকে উপগ্রেড করেছে নিজের এই ফোনটির প্রাসঙ্গিকতা বজায় রাখার জন্যে।