Phone Khobor কে শুরু করার সব থেকে প্রধান কারণ ছিল বাংলা ভাষায় মোবাইল ফোন সম্পর্কিত গুণমান কন্টেন্টের অভাব। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে হাতে গোনা কয়েকটি নিউজ ওয়েবসাইট ছাড়া বাংলায় সেরকম কেউ মোবাইল ফোন সম্পর্কে আর্টিকেল লেখে না।
আর এই বাংলায় ভাষায় কন্টেন্টের অভাবকে পূরণ করতেই Phone Khobor কে শুরু করা হয়। আমাদের প্রধান উদ্দেশো সমস্ত উপকামিং আর লঞ্চ হওয়া মোবাইল ফোন সম্পর্কে সাম্প্রতিক খবরগুলিকে আপনার কাছে পৌঁছে দেওয়া। খবরগুলিকে পৌঁছানোর সাথে এটাও নিশ্চিত করা যে প্রত্যেকটি আর্টিকেলে দেওয়া তথ্যগুলো সম্পূর্ণ খাঁটি হয়।
এই খাঁটি তথ্য প্রদান করার উদ্দেশ্যে আমরা সবসময় প্রত্যেকটি আর্টিকেলের নিচে তথ্যের উৎসকে উল্লেখ করি যাতে আপনি যাচাই করতে পারেন। আমরা সবসময়ে চেষ্টা করি সংস্থার অফিসিয়াল সাইট থেকে তথ্যগুলি সংগ্রহ করার।
আশা করি আমাদের দ্বারা লেখা আর্টিকেল গুলি আপনাদের কোন ফোনের গবেষণার প্রতি সহায়ক হয়ে ওঠে।
Phone Khobor এ আপনি যে সব তথ্য পাবেন
- উপকামিং মোবাইল ফোনের লঞ্চের তারিখ
- উপকামিং মোবাইল ফোনের সম্ভাব্য দাম
- সদ্য লঞ্চ হওয়া মোবাইল ফোনের দাম
- উপকামিং অথবা সদ্য লঞ্চ হওয়া মোবাইল ফোনের স্পেসিফিকেশনগুলি
Phone Khobor Team
এই মুহূর্তে Phone Khobor এ একটি মাত্র লেখক কাজ করছে। আমরা সময়ের সাথে একটি ডেডিকেটেড টিম তৈরি করব যারা আপনাদের কাছে মোবাইল ফোন সম্পর্কে সমস্ত নিউজ পৌঁছে দেবে।
Sk Imtiaz Ahmed
Sk Imtiaz Ahmed গত 5 বছর ধরে ভিবিন্ন ওয়েবসাইটের জন্যে আর্টিকেল লিখছেন। Imtiaz, 2019 থেকেই টেকনোলজি রিলেটেড আর্টিকেল লিখে আসছেন। তবে, গত 3 বছর ধরে তিনি সম্পূর্ণ ভাবে নিজেকে আর্টিকেল লেখার প্রতি সমর্পণ করে দিয়েছেন।
তিনি মোবাইল ফোন ছাড়াও অটোমোবাইল সম্পর্কে বিশেষ রুচি রাখেন। তবে, Phone Khobor এ তিনি সম্পূর্ণভাবে মোবাইল ফোন সম্পর্কে সমস্ত খবর আপনাদের কাছে পৌঁছে দেবেন।