Samsung Galaxy M35 5G: আজ 17 জুলাই Samsung নিজের M সিরিজের নতুন ফোন অর্থাৎ M35 5G কে ভারতে লঞ্চ করে দিয়েছে।
এই ফোনটি সরাসরি টক্কর দেবে Lava Blaze X, Moto G85 5G আর CMF Phone 1 এর মত সদ্য লঞ্চ হওয়া মোবাইলগুলিকে।
Amazon.in এর Prime Day Sale 2024 থেকে এই ফোনটি কেনার জন্যে উপলব্ধ হবে।
এই ফোনটি Galaxy M34 5G এর উত্তরসূরি হিসেবে লঞ্চ হয়েছে।
Samsung Galaxy M35 5G Launch
Samsung Galaxy M35 5G কে ভারতে 3টে ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এটি 6GB+128GB, 8GB+128GB আর 8GB+256GB ভ্যারিয়েন্টে আসবে।
এই ফোনটি মুনলাইট ব্লু, ডেব্রেক ব্লু এবং থান্ডার গ্রে কালার অপশনের সাথে লঞ্চ করা হয়েছে।
20 জুলাই থেকে এই ফোনটি Amazon.in এ কিনতে পাওয়া যাবে।
ভ্যারিয়েন্ট | 6GB+128GB, 8GB+128GB, 8GB+256GB |
প্রথম বিক্রি | 20 জুলাই (Prime Day Sale 2024) |
কালার অপশন | মুনলাইট ব্লু, ডেব্রেক ব্লু, থান্ডার গ্রে |
Samsung Galaxy M35 5G Price in India
এই ফোনটির বেস 6GB+128GB ভ্যারিয়েন্টের দাম Rs.19,999 রাখা হয়েছে।
8GB+128GB আর 8GB+256GB ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে Rs.21,499 আর Rs.24,499 রাখা হয়েছে।
লঞ্চ অফারে রয়েছে Rs.2,000 এর ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। তাছাড়া রয়েছে Rs.1,000 প্রাইম ডে কুপন এবং এই অফারের সাহায্যে এই ফোনটির কার্যকর লঞ্চ মূল্য Rs.16,999 হয়ে যায়।
আপনি যদি বর্তমানে M সিরিজ ইউসার হয়ে থাকেন তাহলে আরও Rs.1,000 Amazon Pay ক্যাশব্যাক পাবেন।
মডেল | দাম |
---|---|
6GB+128GB | Rs.19,999 |
8GB+128GB | Rs.21,499 |
8GB+256GB | Rs.24,499 |
Samsung Galaxy M35 5G Display
এই ফোনে 6.6-ইঞ্চের FHD+ sAMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে যাতে ডিউড্রপের জায়গায় Infinity O নচ ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লের রেসোলিউশন 1080 x 2340 পিক্সেলের।
এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120 Hz এর। এই ডিসপ্লের ব্রাইটনেস সর্বোচ্চ 1000 nits পর্যন্ত যেতে পারে।
390 ppi পিক্সেল ডেনসিটির সাথে রয়েছে SGS এর Eye Care Certification।
এই ডিসপ্লেকে সুরক্ষা দেওয়ার জন্যে Corning Gorilla Glass Victus+ দেওয়া হয়েছে। Victus+ 4 গুণ পর্যন্ত স্ক্র্যাচ থেকে সুরক্ষা আর 2 মিটার পর্যন্ত পতন সহ্য ক্ষমতা প্রদান করে।
Samsung Galaxy M35 5G Performance
চিপসেটের ক্ষেত্রে Exynos 1380 কে ব্যবহার করা হয়েছে যেটা Exynos 1280 কে প্রতিস্থাপন করেছে। এটি একটি 5nm ফ্যাব্রিকেশন প্রসেসের অক্টা-কোর চিপসেট।
এই চিপসেটটির ক্লক স্পিড 2.4GHz পর্যন্ত যায়। Mali G68 MP5 GPU ব্যবহার করা হয়েছে গ্রাফিক্সের জন্যে।
কোম্পানির হিসেবে এই ফোনটির AnTuTu স্কোর 595K+।
এই ফোনটির পার্ফম্যান্সকে দীর্ঘ সময়ের জন্যে ধরে রাখার জন্যে Vapour Cooling Chamber দেওয়া হয়েছে।
Samsung Galaxy M35 5G RAM and Storage
এই ফোনে 6GB অথবা 8GB RAM এর বিকল্প দেওয়া হয়েছে।
স্টোরেজের ক্ষেত্রে 128GB আর 256GB বিকল্প দেওয়া হয়েছে এবং MicroSD স্লটের সাহায্যে 1TB পর্যন্ত বৃদ্ধি করা যাবে।
এই ফোনে ভার্চুয়াল মেমরি ফিচারও দেওয়া হয়েছে।
Samsung Galaxy M35 5G Camera
M35 5G তে ট্রিপল ক্যামেরা সেট-আপ দেওয়া হয়েছে। প্রাইমারি শুটারে একটি 50MP OIS (Optical Image Stabilization) সেন্সর দেওয়া হয়েছে।
এছাড়া রয়েছে 8MP আলট্রা-ওয়াইড ও 2MP ম্যাক্রো সেন্সর।
10x পর্যন্ত ডিজিটাল জুম ফিচারও দেওয়া হয়েছে এই ফোনে।
সেলফি তোলার জন্যে একটি 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Samsung Galaxy M35 5G Battery and Charging
6000mAh ক্যাপাসিটির ব্যাটারির সাথে 25W এর ফাস্ট-চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে এই ফোনে।
এর পূর্বসূরির মতই এই ফোনের সাথেও কোন চার্জার ব্রিক দেওয়া হবে না।
Samsung এর অনুযায়ী এই ফোন 53 ঘন্টা পর্যন্ত টক্টাইম, 97 ঘন্টার মিউজিক প্লেটাইম, 31 ঘন্টার ভিডিও প্লেব্যাক আর 27 ঘন্টা পর্যন্ত ইন্টারনেট ইউসেজ দিতে পারবে।
Samsung Galaxy M35 5G Specifications
এই ফোনেটির ওজন 222গ্রামের আর 9.1mm থিকনেস দেখতে পাওয়া যায়। চার্জিং আর ডাটা ট্রান্সফারের জন্যে 2.0 Type-C পোর্ট দেওয়া হয়েছে।
এই ফোন One UI 6.1 এর সাথে লঞ্চ করা হয়েছে যেটা Android 14 এর উপর ভিত্তি করে। Samsung এই ফোনটিতে 4 জেনারেশন OS উপগ্রেডের সাথে 5 বছরের সিকিউরিটি উপডেট প্রদান করবে।
এই ফোনে থাকবে Knox Vault সিকিউরিটি। ভালো অডিও এক্সপিরিয়েন্সের জন্যে Dolby Atmos সাপোর্ট দেওয়া হয়েছে।
সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের এর সাথে ফেস আনলকও থাকবে এই ফোনটিতে।
এই ফোনে একটি ন্যানো সিম কার্ড স্লট আর একটি হাইব্রিড সিম কার্ড স্লট দেওয়া হয়েছে।
Bluetooth 5.3, Wi-Fi 6, 13 ব্যান্ড 5G আর NFC এর সাপোর্ট থাকবে তবে, 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়নি।
আরও পড়ুন:
- G85 5G এর পর ভারতে এই ফোনটিকে লঞ্চ করতে চলেছে Motorola
- লিক হল Infinix Zero 40 5G এর ডিজাইন, ভ্যারিয়েন্ট, চিপসেট
উপসংহার
এই যদি একটি বড় ব্যাটারি সহ ফোন খুঁজছেন তাহলে Samsung Galaxy M35 5G একটি ভাল বিকল্প। বড় ব্যাটারি ছাড়াও এই ফোনে রয়েছে FHD+ sAMOLED ডিসপ্লে, OIS যুক্ত ট্রিপল ক্যামেরা সেট-আপ, ভাল পারফরম্যান্স।
Android 18 পর্যন্ত OS উপগ্রেড আরও একটি আকর্ষণ বিন্দু হয়ে দাঁড়ায়।