এবার বাড়িতে বসেই নিজেই সারাতে পারবেন এই ফোনটিকে, জানুন লঞ্চের তারিখ, দাম আর স্পেসিফিকেশন

By Sk Imtiaz Ahmed

Published on:

Follow Us
HMD Skyline Launch

HMD Skyline Launch: ফিন্নিশ মোবাইল নির্মাতা HMD নিজের নতুন ফোন Skyline কে আমেরিকা, ইউরোপ আর ইউকে তে লঞ্চ করে দিয়েছে। এবার ভারতে এই ফোনটিকে লঞ্চ করার ঘোষণা করেছে সংস্থা।

এই ফোনটিকে রয়েছে Gen2 Repairability যার সাহায্যে আপনি বাড়িতেই বসেই 10 মিনিটের মধ্যে স্ক্রু ড্রাইভার আর গিটার পিকের সাহায্যে এই ফোনটির পার্টস পাল্টাতে পারবেন।

এই ফোনটির পিছনে একটি মাত্র স্ক্রু রয়েছে যেটা খুলে পিছনের কাভার খোলা যায়। এই ফোনটির পার্টস আপনি খোদ কোম্পানির ওয়েবসাইট থেকে কিনতে পারবেন।

এই ফোনটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা, pOLED ডিসপ্লে, Snapdragon 7s Gen 2 চিপসেটের মত ইত্যাদি ফিচার্স।

আজ আমরা এই HMD Skyline এর ভারতে লঞ্চের তারিখ, সম্ভাব্য দাম, চিপসেট,ক্যামেরা, ব্যাটারি ও ইত্যাদি ফিচার্স নিয়ে আলোচনা করব।

HMD Skyline Launch Date in India

ভারতে HMD Skyline কে 25 জুলাই লঞ্চ করা হবে। এই ফোনটি দুটো ভ্যারিয়েন্টে আসবে – 8GB+128GB আর 12GB+256GB।

কালারের ক্ষেত্রে দুটো বিকল্প দেওয়া হবে – নিয়ন পিঙ্ক আর টুইস্টেড ব্ল্যাক।

লঞ্চের তারিখ25 জুলাই
ভ্যারিয়েন্ট8GB+128GB, 12GB+256GB
কালার বিকল্পনিয়ন পিঙ্ক, টুইস্টেড ব্ল্যাক

HMD Skyline Price in India

আন্তর্জাতিক বাজারে HMD Skyline এর 8GB+128GB ভ্যারিয়েন্টের দাম 499 ইউরো (প্রায় Rs.45,500) আর 12GB+256GB ভ্যারিয়েন্টের দাম 599 ইউরো (প্রায় Rs.54,500) রাখা হয়েছে।

ভারতে এই ফোনটির দাম কত রাখা হবে তা নিয়ে এখনও কিছু জানায়নি HMD। তবে, এটা আশা করা যাচ্ছে যে 8GB+128GB আর 12GB+256GB ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে Rs.39,999 আর Rs.44,999 রাখা হবে।

ভ্যারিয়েন্টদাম
8GB+128GBRs.39,999
12GB+256GBRs.44,999

HMD Skyline Gen2 Repairability

এই ফোনে Gen2 Repairability দেওয়া হয়েছে যার ফলে HMD এর প্রথম মেরামতযোগ্য স্মার্টফোন, G22 এর তুলনায় স্ক্রিন পাল্টাতে মোট পদক্ষেপের সংখ্যা প্রায় 65% কম।

আপনি নিজে ডিসপ্লে, ব্যাটারি, চার্জিং পোর্ট খুব সহজেই পাল্টাতে পারবেন। আন্তর্জান্তিক বাজারে ডিসপ্লের দাম রাখা হয়েছে $95 (প্রায় Rs.8,000), ব্যাটারি কভারের দাম $30 (প্রায় Rs.Rs.2,500), ব্যাটারির দাম $25 (প্রায় Rs.2,100), চার্জিং পোর্ট এর দাম $20 (প্রায় Rs.1,700) রাখা হয়েছে।

ভারতে এই পার্টসগুলোর দাম কি রাখা হবে তা লঞ্চের সময় জানাবে সংস্থা।

HMD Skyline Display

এই ফোনে 6.55-ইঞ্চের FHD+ pOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লের রেসোলিউশন 1080 x 2400 পিক্সেলের।

এই ডিসপ্লেতে 144Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে আর ব্রাইটনেস 1000 nits পর্যন্ত যায়। সুরক্ষার জন্যে এই ডিসপ্লেতে Corning Gorilla Glass 3 ব্যবহার করা হয়েছে।

ডিসপ্লে6.55-ইঞ্চ FHD+ pOLED
রেসোলিউশন1080 x 2400
রিফ্রেশ রেট144Hz
পিক ব্রাইটনেস1000 nits
সুরক্ষাCorning Gorilla Glass 3

HMD Skyline Performance

এই ফোনে Snapdragon 7s Gen 2 চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি একটি 4nm প্রসেসের অক্টা-কোর প্রসেসর যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.4 GHz এর।

এই ফোনে গ্রাফিক্সের জন্যে Adreno A710 GPU দেওয়া হয়েছে।

চিপসেট7s Gen 2
ফ্যাব্রিকেশন প্রসেস4nm
সর্বোচ্চ ক্লক স্পিড2.4 GHz
GPUAdreno A710

HMD Skyline RAM and Storage

এই ফোনে দুটো RAM এর বিকল্প দেওয়া হয়েছে – 8GB আর 12GB।

এই ফোনে ইন্টারনাল স্টোরেজের ক্ষেত্রে – 128GB আর 256GB এর অপশন দেওয়া হয়েছে।

স্টোরেজকে 512 GB পর্যন্ত বৃদ্ধি করা যাবে এই ফোনে।

HMD Skyline Camera

HMD Skyline Camera

এই ফোনে ট্রিপল ক্যামেরা সেট-আপ দেওয়া হয়েছে। প্রাইমারি ক্যামেরার জন্যে 108MP এর সেন্সর ব্যবহার করা হয়েছে।

এর সাথে 13MP এর আলট্রা-ওয়াইড আর 50MP টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে।

সেলফির জন্যে 50MP এর ফ্রন্ট-ক্যামেরা দেওয়া হয়েছে।

স্টেবিলাইজেশনের জন্যে OIS+EIS দেওয়া হয়েছে আর 4x পর্যন্ত জুম করা যাবে।

HMD Skyline Battery and Charging

এই ফোনটিতে একটি 4600mAh এর পরিবর্তনযোগ্য ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটিকে চার্জ করার জন্যে 33W এর ওয়্যার্ড ফাস্ট-চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে।

এই ফোনে 15W এর ওয়ারলেস চার্জিং এর সাথে 5W এর রিভার্স ওয়ারলেস চার্জিং সাপোর্ট রয়েছে।

তবে, চার্জার আলাদা করে কিনতে হবে। বাইরের বাজারে 33W এর এডাপ্টারের দাম £30 (প্রায় Rs.3,250) আর 30W ডুয়াল-পোর্ট এডাপ্টারের দাম (প্রায় Rs.2,150) রাখা হয়েছে।

HMD Skyline Specifications

এই ফোন Android 14 এর সাথে আসবে। HMD এই ফোনে 2 বছরের OS উপগ্রেডের সাথে 3 বছরের সিকিউরিটি উপডেট দেবে। এর সাথে Balance Interface, Detox Mode দেওয়া হবে এই ফোনে।

এই ফোনে Qualcomm aptX Adaptive অডিও সাপোর্ট থাকবে আর এর সাথে ডুয়াল-স্পিকার দেওয়া হবে।

বিওমেট্রিকের জন্যে পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে আর এর সাথে রয়েছে ফেস-আনলক।

ওয়াটার আর ডাস্ট রেসিস্টেন্সের জন্যে IP54 রেটিং দেওয়া হয়েছে এই ফোনে।

এই ফোনে একটি ন্যানো সিম কার্ড স্লটের সাথে থাকবে eSIM সাপোর্ট।

এই ফোনে 17 ব্যান্ডের 5G সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে Bluetooth 5.2, NFC আর 802.11 b/g/n/ac/ax/6e সাপোর্ট।

চার্জিং আর ডাটা ট্রান্সফারের জন্যে 2.0 USB Type-C পোর্ট দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

উপসংহার

আজকের দিনে সহজে ফোনকে ঠিক করা প্রায় অসম্ভব আর এই সমস্যাকে মেটাতে চায় HMD। হাত থেকে পড়ে ডিসপ্লেতে ক্ষতি হোক কি ব্যাটারি পারফরম্যান্স কমে যাক এগুলি এখন ইউসার নিজেই ঠিক করে নিতে পারবে Skyline এ।

উৎস

Sk Imtiaz Ahmed

হ্যালো আমার নাম Imtiaz, আমি ছোটবেলা থেকেই অটোমোবাইল আর মোবাইল নিয়ে ব্যাপক উৎসাহী ছিলাম। সময়ের সাথে আমি প্রচুর মোবাইল ফোন ব্যবহার করার অভিজ্ঞতা অর্জন করেছি। আর এই অভিজ্ঞতার সাহায্যে আমি আপনাদের সাথে বাজারে লঞ্চ হওয়া সমস্ত নতুন মোবাইলফোন সম্পর্কে আলোচনা করব।

Leave a Comment