Oppo A3 Vitality Edition: চীনে Oppo A3 Pro কে এপ্রিলে লঞ্চ করার পর, ওপ্পো সম্প্রতিকালে Oppo A3 কে লঞ্চ নিজের ঘরোয়া বাজারে করেছিল। এবার চীনের বাজারে A3 Vitality Edition কে লঞ্চ করার জন্যে প্রস্তুত ওপ্পো।
এই নতুন ফোনটিকে চাইনিজ টেলিকম অথোরিটির ওয়েবসাইটে দেখা গেছে। এই ফোনটি PKD110 মডেল নম্বরের সাথে লিস্ট হয়েছে।
কিছুদিন আগে এই একই মডেল নম্বরকে TENAA সার্টিফিকেশন সাইটেও দেখতে পাওয়া গেছিল এবং ফোনটির নাম A3 Energy 5G ছিল তবে এই ফোনটির অন্তিম নাম A3 Vitality Edition রাখা হয়েছে।
Oppo A3 Vitality Edition Specification
আজ আমরা A3 Vitality Edition 5G এর ডিসপ্লে, চিপসেট, ব্যাটারি, RAM ও স্টোরেজ ও অন্যান্য স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব।
Display
চাইনিজ টেলিকম অথোরিটি ওয়েবসাইটের লিস্টিং অনুযায়ী এই ফোনে একটি 6.67-ইঞ্চের ডিসপ্লে ব্যবহার করা হবে। এই স্ক্রিনটির রেসোলিউশন 1600×720 পিক্সেলের হবে যার জন্যে একটি একটি HD+ ডিসপ্লে হবে।
সম্ভবত এটি একটি 8-bit LCD প্যানেল হবে যার রিফ্রেশ রেট 120Hz পর্যন্ত হবে। এই প্যানেলটির 16.7 মিলিয়ন কালার ডেপ্থ আর পিক ব্রাইটনেস 1000nits এর হবে। এই ডিসপ্লের পিক্সেল ডেনসিটি 264 PPI এর হবে।
ডিসপ্লে সাইজ | 6.67-ইঞ্চ |
ডিসপ্লে রেসোলিউশন | 1600×720 পিক্সেল (HD+) |
প্যানেল | LCD (প্রত্যাশিত) |
কালার ডেপ্থ | 16.7 মিলিয়ন |
পিক ব্রাইটনেস | 1000nits |
পিক্সেল ডেনসিটি | 264 PPI |
Performance
লিস্টিং অনুযায়ী এই ফোনটির AP Model (Mobile Application Processor) MT6835T যেটা MediaTek Dimensity 6300 চিপসেটের ইঙ্গিত দেয়।
MediaTek Dimensity 6300 চিপসেটটি একটি 6nm ফ্যাব্রিকেশন প্রসেসের অক্টা-কোর প্রসেসর।
এই প্রসেসরে 2টো Arm Cortex-A76 কোর রয়েছে যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.4GHz এর। এছাড়া রয়েছে 6টা Arm Cortex-A55 কোর যাদের সর্বোচ্চ ক্লক স্পিড 2.0GHz এর।
গ্রাফিক্সের জন্যে Mali-G57 MC2 GPU কে ব্যবহার করা হবে।
AP Model | MT6835T |
চিপসেট | MediaTek Dimensity 6300 |
ফ্যাব্রিকেশন প্রসেস | 6nm |
কোর (Core) | অক্টা-কোর (2 Cortex-A76, 6 Cortex-A55) |
ক্লক স্পিড | 2.4GHz, 2.0GHz |
GPU | Mali-G57 MC2 |
RAM and Storage
লিস্টিং অনুযায়ী এই ফোনে একটি মাত্র 12GB RAM এর অপশন দেওয়া হবে। এই RAM এর ধরণ LPDDR4x হবে।
এই ফোনে দুটো ইন্টারনাল স্টোরেজ অপশন দেওয়া হবে 256GB আর 512GB। এই স্টোরেজটি UFS 2.2 টাইপের হবে।
এই ফোন এক্সটার্নাল স্টোরেজকে সাপোর্ট করবে আর 2TB পর্যন্ত স্টোরেজকে বৃদ্ধি করা যাবে।
RAM অপশন | 12GB |
RAM টাইপ | LPDDR4x |
স্টোরেজ অপশন | 256GB, 512GB |
স্টোরেজ টাইপ | UFS 2.2 |
এক্সটার্নাল স্টোরেজ | 2TB পর্যন্ত |
Camera
এই ফোনে পিছনে ডুয়াল-ক্যামেরা সেট-আপ দেওয়া হয়েছে। প্রাইমারি ক্যামেরার জন্যে 50MP এর সেন্সর ব্যবহার করা হয়েছে।
সেকেন্ডারি ক্যামেরার জন্যে একটি 2MP পোর্ট্রেট সেন্সর থাকবে। সেলফির জন্যে একটি 8MP এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।
Battery and Charging
লিস্টিং অনুযায়ী এই ফোন একটি 5100mAh এর ক্যাপাসিটি ব্যাটারির সাথে আসবে।
এই ফোনে 45W এর SUPERVOOC ফাস্ট-চার্জিং সাপোর্ট দেওয়া হবে।
Other Specifications
লিস্টিং অনুযায়ী এই ফোনে NFC থাকবেনা তবে 3.5mm এর হেডফোন জ্যাক থাকবে।
এই ফোনের ডাইমেনশন 165.79×76.14×7.68 mm এর আর ওজন 185.7 গ্রামের।
লিস্টিং অনুযায়ী এই ফোনে ডিরেক্শন সেন্সর, লাইট সেন্সর, গ্র্যাভিটি সেন্সর, অল্টিটুড সেন্সর ও ডিসটেন্স সেন্সর ইত্যাদি থাকবে আর এর সাথে GPS এর সাপোর্ট থাকবে।
এই ফোনে 2.0 Type-C পোর্ট থাকবে চার্জিং আর ডাটা ট্রান্সফারের জন্যে।
Bluetooth 5.3 এর সাপোর্ট এর সাথে SBC, AAC, aptX, aptX HD, and LDAC অডিও কোডেকের সাপোর্ট থাকবে।
এই ফোনের বক্সের সাথে ডাটা কেবাল, ইউসার ম্যানুয়াল, লেদার কেস/মোবাইল ফোন কেস দেওয়া হবে।
এই ফোনটি Android 14 এর সাথে লঞ্চ করা হবে।
Oppo A3 Vitality Edition Price and Launch Date
A3 Vitality Edition এর স্পেসিফিকেশন ভারতে লঞ্চ হওয়া Oppo A3 Pro এর অনুরূপ। চিপসেট পর্যন্ত একই রাখা হয়েছে এই দুটি মডেলে তাই এটা বলা বাহুল্য যে Oppo A3 Pro কে রিব্র্যান্ড করে চীনের বাজারে লঞ্চ করা হচ্ছে।
চীনের বাজারে এই ফোনটিকে দোসরা অগাস্ট লঞ্চ করা হবে। এই লঞ্চ ডেটটি লিস্টিং থেকে জানা গেছে তবে, ওপ্পো এই মুহূর্তে লঞ্চ সম্পর্কে কিছু জানায়নি।
এই ফোনটিকে দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হবে – 12GB+256GB আর 12GB+512GB।
12GB+256GB ভ্যারিয়েন্টের দাম 1,999 Yuan রাখা হয়েছে যা ভারতীয় মুদ্রায় প্রায় Rs.23,000।
12GB+512GB ভ্যারিয়েন্টের দাম 2,299 Yuan রাখা হয়েছে যা ভারতীয় মুদ্রায় প্রায় Rs.26,500।
ভ্যারিয়েন্ট | দাম |
---|---|
12GB+256GB | 1,999 Yuan (প্রায় Rs.23,000) |
12GB+512GB | 2,299 Yuan (প্রায় Rs.26,500) |