Honor 200 5G Series Launch Date in India: বাজার চমকাতে আস্তে চলেছে Honor 200 5G Series, জানুন লঞ্চের তারিখ,দাম আর স্পেসিফিকেশন

By Sk Imtiaz Ahmed

Updated on:

Follow Us
Honor 200 5G Series Launch Date in India

Honor 200 5G Series Launch Date in India: চিন আর ইউরোপে লঞ্চ হওয়ার পর এবার Honor 200 আর Honor 200 Pro কে ভারতে লঞ্চ করার জন্যে প্রস্তুত Honor। এই Honor 200 Series কে Honor 100 Series এর উত্তরাধিকার হিসেবে গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছিল। এই 200 Series এ নতুন ডিজাইনের সাথে AI ফিচার যোগ করা হয়েছে।

এই দুটো ফোনকে Amazon, honor.com আর বিভিন্ন রিটেল চেনের মাধ্যমে কেনা যাবে। ইতিমধ্যে Amazon এ Honor 200 5G Series কে লিস্ট করা হয়ে গেছে এবং এর সাথে ইচ্ছুক ক্রেতাদের নোটিফাই করার অপশনও দেওয়া হয়েছে।

আজ আমরা Honor 200 আর Honor 200 Pro এর লঞ্চের তারিখের সাথে, ডিসপ্লে, চিপসেট, ক্যামেরা ও ইত্যাদি স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব।

Honor 200 5G Series Launch Date in India

Honor, 18 জুলাই ভারতে 200 আর 200 Pro কে লঞ্চ করবে। 18 জুলাই 12:30pm একটি লঞ্চ ইভেন্টের মাধ্যমে এই Honor এর ফ্ল্যাগশিপ ফোন দুটিকে লঞ্চ করা হবে। Honor 200 কে ব্ল্যাক আর মুনলাইট কালার অপশনের সাথে লঞ্চ করা হবে। Honor 200 Pro কে ব্ল্যাক আর ওশান সিয়ান কালার অপশনের সাথে লঞ্চ করা হবে।

Honor 200 কে 8GB+256GB আর 12GB+512GB আর Honor 200 Pro কে একটি মাত্র 12GB+512GB ভ্যারিয়েন্টে লঞ্চ করা হবে।

লঞ্চের তারিখ18 জুলাই 12:30pm
কালার অপশনHonor 200 (ব্ল্যাক আর মুনলাইট), Honor 200 Pro (ব্ল্যাক আর ওশান সিয়ান)
ভ্যারিয়েন্টHonor 200 (8GB+256GB আর 12GB+512GB), Honor 200 Pro (12GB+512GB)

Honor 200 5G Series Price in India

ইউরোপে Honor 200 এর বেস 8GB+256GB ভ্যারিয়েন্টকে GBP499 (প্রায় Rs.53,500) আর টপ 12GB+512GB ভ্যারিয়েন্টকে GBP549.99 (প্রায় Rs.58,500) এ লঞ্চ করা হয়েছিল।

Honor 200 Pro এর একটি মাত্র 12GB+512GB ভ্যারিয়েন্টকে (প্রায় Rs.74,500) এ লঞ্চ করা হয়েছিল।

ভারতে এই মুহূর্তে দাম সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে, এটা আশা করা হচ্ছে যে ভারতে দাম ইউরোপের সমতুল্য রাখা হবে।

মডেলভারতে প্রত্যাশিত দাম
Honor 200Rs.49,999 (8GB+256GB), Rs.54,999 (12GB+512GB)
Honor 200 ProRs.69,999 (12GB+512GB)

Honor 200 5G Series Display

Honor 200 5G Series Display

Honor 200: অনার 200 এ Quad-Curved 6.7 ইঞ্চের FHD+ AMOLED প্যানেল ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লের রেসোলিউশন 2664×1200 পিক্সেলের আর পিক ব্রাইনটেস 4000 Nits এর। এই ডিসপ্লেতে 120Hz এর রিফ্রেস রেট দেওয়া হয়েছে এবং এর সাথে Hyper-dynamic কালার ডিসপ্লে টেকনোলজির ব্যবহার করা হয়েছে।

এদের সাথে রয়েছে ওয়েট টাচ এনহ্যান্সমেন্ট, ফুল স্ক্রিন AOD, Netflix আর Amazon HDR সার্টিফিকেশন। এই স্ক্রিনটিতে 435 PPI এর পিক্সেল ডেনসিটি রয়েছে। ডিসপ্লের সুরক্ষার জন্যে রয়েছে Aluminosilicate glass।

ডিসপ্লের সাইজ6.7-ইঞ্চ
প্যানেল টাইপQuad-Curved, FHD+ AMOLED
রেসোলিউশন2664×1200 পিক্সেল
পিক ব্রাইনটেস4000 Nits
রিফ্রেস রেট120Hz পর্যন্ত
ডিসপ্লে টেকনোলজিHyper-dynamic কালার ডিসপ্লে
পিক্সেল ডেনসিটি435 PPI
HDR সার্টিফিকেশনNetflix আর Amazon
ডিসপ্লে প্রটেকশনAluminosilicate glass
Honor 200 ডিসপ্লে স্পেসিফিকেশন

Honor 200 Pro: অনার 200 প্রো তে Quad-Curved 6.78 ইঞ্চের FHD+ AMOLED প্যানেল দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রেসোলিউশন 2700×1224 পিক্সেলের আর পিক ব্রাইনটেস 4000 Nits এর। এই ডিসপ্লেতে 120Hz এর রিফ্রেস রেট দেওয়া হয়েছে এবং এর সাথে Hyper-dynamic কালার ডিসপ্লে টেকনোলজি আর Full-Definition এনহ্যান্সমেন্ট টেকনোলজির ব্যবহার করা হয়েছে।

এছাড়াও রয়েছে ওয়েট টাচ এনহ্যান্সমেন্ট, ফুল স্ক্রিন AOD, Netflix আর Amazon HDR সার্টিফিকেশন। এই স্ক্রিনটিতে 437 PPI এর পিক্সেল ডেনসিটি রয়েছে। 200 এর মতই 200 Pro তে ডিসপ্লের সুরক্ষার জন্যে Aluminosilicate glass এর ব্যবহার করা হয়েছে।

ডিসপ্লের সাইজ6.78-ইঞ্চ
প্যানেল টাইপQuad-Curved, FHD+ AMOLED
রেসোলিউশন2700×1224 পিক্সেল
পিক ব্রাইনটেস4000 Nits
রিফ্রেস রেট120Hz
ডিসপ্লে টেকনোলজিHyper-dynamic কালার ডিসপ্লে টেকনোলজি, Full-Definition এনহ্যান্সমেন্ট টেকনোলজি
পিক্সেল ডেনসিটি437 PPI
HDR সার্টিফিকেশনNetflix আর Amazon
ডিসপ্লে প্রটেকশনAluminosilicate glass
Honor 200 Pro ডিসপ্লে স্পেসিফিকেশন

Honor 200 5G Series Performance

Honor 200 এ 4nm Snapdragon 7 Gen 3 চিপসেট ব্যবহার করা হয়েছে। GPU এর জন্যে Adreno 720 কে ব্যবহার করা হয়েছে।

Honor 200 Pro তে 4nm Snapdragon 8s Gen 3 চিপসেট ব্যবহার করা হয়েছে। গ্রাফিক্সের জন্যে Adreno 735 GPU কে ব্যবহার করা হয়েছে।

চিপসেট4nm Snapdragon 7 Gen 3 (Honor 200), 4nm Snapdragon 8s Gen 3 (Honor 200 Pro)
গ্রাফিক্সAdreno 720 (Honor 200), Adreno 735 (Honor 200 Pro)

Honor 200 5G Series RAM and Storage

Honor 200 এ 8GB আর 12GB RAM এর অপশন দেওয়া হবে। ইন্টারনাল স্টোরেজের জন্যে 256GB আর 512GB এর অপশন দেওয়া হবে।

Honor 200 Pro একটি মাত্র 12GB RAM আর 512GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে আসবে।

RAM অপশন8GB আর 12GB (Honor 200), 12GB (Honor 200 Pro)
স্টোরেজ অপশন256GB আর 512GB (Honor 200), 512GB (Honor 200 Pro)

Honor 200 5G Series Camera

Honor 200 5G Series Camera

Honor 200 আর Honor 200 Pro তে একই ক্যামেরা হার্ডওয়্যার দেখতে পাওয়া যায়। দুটো ফোনেরই পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট-আপ দেওয়া হয়েছে।

প্রাইমারি ক্যামেরার জন্যে OIS সহ 50MP ওয়াইড সেন্সর ব্যাবহার করা হয়েছে।

সেকেন্ডারি ক্যামেরার জন্যে রয়েছে 50MP টেলিফোটো সেন্সর।

থার্ড ক্যামেরার জন্যে 12MP এর আলট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা হয়েছে।

এই ফোন দুটিতে 50x এর ডিজিটাল জুম দেওয়া হয়েছে। স্টেবিলাইজেশনের জন্যে OIS এর সাথে EIS ও দেওয়া হয়েছে।

সেলফির জন্যে দুটো ফোনেই 50MP এর ক্যামেরার ব্যবহার করা হয়েছে।

প্রাইমারি ক্যামেরা50MP ওয়াইড সেন্সর
সেকেন্ডারি ক্যামেরা50MP টেলিফোটো সেন্সর
থার্ড ক্যামেরা12MP আলট্রা ওয়াইড সেন্সর
ডিজিটাল জুম50x
স্টেবিলাইজেশনOIS আর EIS
সেলফি ক্যামেরা50MP সেন্সর

Honor 200 5G Series Battery and Charging

Honor 200 আর Honor 200 Pro তে 5200 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারির ব্যবহার করা হয়েছে। এই দুটো ফোনেই 100W ওয়্যার্ড SuperCharge এর সাপোর্ট দেওয়া হয়েছে। Honor 200 Pro তে 66W Wireless SuperCharge দেওয়া হয়েছে যেটা Honor 200 এ দেওয়া হয়নি।

মডেলব্যাটারি আর চার্জিং
Honor 2005200 mAh, 100W Wired SuperCharge
Honor 200 Pro5200 mAh, 100W Wired SuperCharge, 66W Wireless SuperCharge

Honor 200 5G Series Specifications

ইউরোপে Honor 200 আর Honor 200 Pro তে ডুয়াল সিম সাপোর্ট দেওয়া হয়েছে। তবে, দ্বিতীয় SIM কার্ডের জন্যে শুধু মাত্র eSIM সাপোর্টেড। প্রথম SIM এর জন্যে ন্যানো SIM কার্ড স্লট দেওয়া হয়েছে। এই দুটো ফোনেই Bluetooth 5.3 এর সাথে SBC, AAC, LDAC, APTX, APTX HD অডিও কোডেকের সাপোর্ট দেওয়া হয়েছে।

এই দুটো ফোনেই IR blaster আর NFC দেওয়া হয়েছে। ফোন উনলকের জন্যে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর 2D ফেস আনলক। ডাটা ট্রান্সফার ও চার্জিং এর জন্যে রয়েছে 2.0 Type-C পোর্ট।

সফটওয়ারের জন্যে Android 14 এর উপর ভিত্তি করে MagicOS 8.0 ব্যবহার করা হয়েছে।

SIM কার্ড স্লটডুয়াল সিম সাপোর্ট (ন্যানো SIM কার্ড স্লট + eSIM)
Bluetooth ভার্শন5.3
অডিও কোডেকSBC, AAC, LDAC, APTX, APTX HD
IR blasterথাকবে
পোর্ট2.0 Type-C
সফটওয়্যারMagicOS 8.0 (Android 14)

আরও পড়ুন:

উপসংহার

Honor ভারতীয় বাজারে Honor 200 আর Honor 200 Pro এর সাহায্যে নিজের অবস্থানকে আরও দৃঢ় করে তুলবে। ভারতে এই 200 5G Series Honor এর এই মুহূর্তে ফ্ল্যাগশিপ প্রোডাক্ট হিসেবে লঞ্চ হবে।

Sk Imtiaz Ahmed

হ্যালো আমার নাম Imtiaz, আমি ছোটবেলা থেকেই অটোমোবাইল আর মোবাইল নিয়ে ব্যাপক উৎসাহী ছিলাম। সময়ের সাথে আমি প্রচুর মোবাইল ফোন ব্যবহার করার অভিজ্ঞতা অর্জন করেছি। আর এই অভিজ্ঞতার সাহায্যে আমি আপনাদের সাথে বাজারে লঞ্চ হওয়া সমস্ত নতুন মোবাইলফোন সম্পর্কে আলোচনা করব।

Leave a Comment