iQOO Z9 Lite 5G Launch Date in India: চাইনিজ ফোন নির্মাতা iQOO নিজের Z9 সিরিজে আরেকটি মডেল যোগ করতে চলেছে। iQOO Z9 আর iQOO Z9X এর পর এই সিরিজের তৃতীয় ফোন হতে চলেছে iQOO Z9 Lite 5G। Z9 Lite 5G কে Amazon.in আর iQOO.com এর মাধ্যমে বিক্রি করা হবে।
Vivo T3 Lite 5G কে রিব্র্যান্ড করে ভারতে Z9 Lite 5G কে লঞ্চ করা হবে। Z9 Lite একটি বাজেট 5G ফোন হলেও IP64 সার্টিফিকেশনের সাথে লঞ্চ করা হবে। এছাড়াও এই ফোনে 50MP এর AI ক্যামেরার সাথে থাকবে ভাল পারফরম্যান্স।
আজ আমরা iQOO Z9 Lite 5G এর লঞ্চের তারিখের সাথে, দাম, ক্যামেরা, চিপসেট, ব্যাটারি, চার্জিং আর ইত্যাদি নিয়ে আলোচনা করব।
iQOO Z9 Lite 5G Launch Date in India
iQOO নিজের X এর হ্যান্ডেলের মাধ্যমে ঘোষণা করেছে যে Z9 Lite 5G কে ভারতে 15 জুলাই লঞ্চ করবে। এই ফোনটিকে অ্যাকুয়া ফ্লো আর মোকা ব্রাউন কালারে লঞ্চ করা হবে। 6GB+128GB ভ্যারিয়েন্ট কনফার্ম করেছে iQOO আর তার সাথে একটি 4GB+128GB ভ্যারিয়েন্টেও লঞ্চ হবে এই ফোনটি।
বৈশিষ্ট্য | বিবরণ |
---|---|
লঞ্চের তারিখ | 15 জুলাই 2024 |
রঙের বিকল্প | অ্যাকুয়া ফ্লো আর মোকা ব্রাউন |
ভ্যারিয়েন্ট | 6GB+128GB (কনফার্মড), 4GB+128GB (প্রত্যাশিত) |
iQOO Z9 Lite 5G Price in India
Z9 Lite 5G এর দামের ব্যাপারে iQOO বা Amazon তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে, এই ফোনটি যেহেতু একটি রিব্র্যান্ডেড Vivo T3 Lite 5G, তাই একই দাম রাখা হবে বলে আশা করা হচ্ছে।
iQOO Z9 Lite 5G এর 6GB+128GB ভ্যারিয়েন্টের প্রত্যাশিত দাম Rs.11,499 আর 4GB+128GB ভ্যারিয়েন্টের এর প্রত্যাশিত দাম Rs.10,499।
ভ্যারিয়েন্ট | প্রত্যাশিত দাম |
---|---|
4GB+128GB | Rs.10,499 |
6GB+128GB | Rs.11,499 |
iQOO Z9 Lite 5G Display
iQOO Z9 Lite 5G এ 6.56-ইঞ্চের HD+ LCD প্যানেল ব্যবহার করা হবে। এই ডিসপ্লেতে 90Hz এর রিফ্রেস রেট থাকবে। এই স্ক্রিনটিতে 1612 × 720 পিক্সেলের রেসোলিউশন দেখা যাবে। এই স্ক্রিনটির পিক ব্রাইটনেস 840 nits এর হবে এবং 269 PPI এর পিক্সেল ডেনসিটি থাকবে।
বৈশিষ্ট্য | বিবরণ |
---|---|
ডিসপ্লে সাইজ | 6.56-ইঞ্চ |
ডিসপ্লে টাইপ | HD+ LCD প্যানেল |
রিফ্রেস রেট | 90Hz |
রেসোলিউশন | 1612 × 720 পিক্সেল |
পিক ব্রাইটনেস | 840 nits |
পিক্সেল ডেনসিটি | 269 PPI |
iQOO Z9 Lite 5G Performance
iQOO Z9 Lite 5G তে T3 Lite 5G এর মত MediaTek এর Dimensity 6300 চিপসেট ব্যবহার করা হবে। এই চিপসেটটি 6nm প্রসেসের অক্টা-কোর প্রসেসর। এই সর্বোচ্চ CPU ক্লক স্পিড 2.4 GHz এর। এই ফোনটির AnTuTu স্কোর 414,564 এর।
বৈশিষ্ট্য | বিবরণ |
---|---|
চিপসেট | MediaTek Dimensity 6300 |
ফ্যাব্রিকেশন প্রসেস | 6nm |
প্রসেসর কোর | অক্টা-কোর |
সর্বোচ্চ CPU ক্লক স্পি | 2.4 GHz |
AnTuTu স্কোর | 414,564 |
iQOO Z9 Lite 5G RAM and Storage
iQOO Z9 Lite 5G সম্ভবত দুটো RAM আর স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হবে। প্রথমটি হল 4GB+128GB আর দ্বিতীয়টি হল 6GB+128GB ভ্যারিয়েন্ট।
এই ফোনে LPDDR4X RAM আর eMMC 5.1 টাইপের স্টোরেজ ব্যবহার করা হবে। ভ্যারিয়েন্ট অনুযায়ী 4 GB অথবা 6 GB ভার্চুয়াল RAM এর সুবিধাও থাকবে। এই ফোনটির স্টোরেজ 1 TB পর্যন্ত বৃদ্ধি করা যাবে একটি হাইব্রিড স্লটের মাধ্যমে।
iQOO Z9 Lite 5G Camera
iQOO Z9 Lite 5G এ ডুয়াল রিয়ার ক্যামেরা সেট-আপ দেওয়া হবে। কোম্পানির পোস্ট হিসেবে প্রাইমারি ক্যামেরাতে একটি 50MP এর Sony AI সেন্সর ব্যাবহার করা হবে। সেকেন্ডারি ক্যামেরাতে 2MP এর বোকেহ সেন্সর দেওয়া হবে।
সামনে একটি 8MP এর সেলফি ক্যামেরা দেওয়া হবে।
ক্যামেরা | বৈশিষ্ট |
---|---|
প্রাইমারি ক্যামেরা | 50MP এর Sony AI সেন্সর |
সেকেন্ডারি ক্যামেরা | 2MP এর বোকেহ সেন্সর |
সেলফি ক্যামেরা | 8MP |
iQOO Z9 Lite 5G Battery and Charging
iQOO ব্যাটারি বা চার্জার সম্পর্কে এখনও কিছু জানায়নি। যেহেতু এই ফোনটি T3 Lite 5G এর রিব্র্যান্ডেড ভার্সন তাই একটি 5000 mAh এর লিথিয়াম-আয়ন ব্যাটারি দেওয়া হবে।
এই ফোনকে চার্জ করার জন্যে 15W এর চার্জিং সাপোর্ট দেখতে পাওয়া যাবে। Type-C cable বক্সের সাথে দেওয়া হলেও T3 lite 5g এর মত চার্জার আলাদা করে কিনতে হবে।
ব্যাটারি | 5000 mAh লিথিয়াম-আয়ন ব্যাটারি |
চার্জিং স্পিড | 15W |
পোর্ট | Type-C |
চার্জার | বক্সের সাথে দেওয়া হবে না |
iQOO Z9 Lite 5G Specifications
iQOO Z9 Lite 5G এর ওজন 185গ্রামের আশেপাশে হবে। ওয়াটার আর ডাস্ট থেকে সুরক্ষার জন্যে IP64 সার্টিফিকেশন দেওয়া হয়েছে। বায়োমেট্রিকের জন্যে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর দেখতে পাওয়া যাবে।
এই ফোনেও একটি ন্যানো সিম কার্ড স্লটের সাথে একটি হাইব্রিড স্লট দেওয়া হবে। এই ফোনে ডুয়াল 5G স্ট্যান্ডবাই সাপোর্টও প্রদান করা হবে। এই ফোনে Bluetooth 5.4 এর সাথে OTG সাপোর্ট দেখতে পাওয়া যাবে।
আরও পড়ুন:
- 10 জুলাই বাজার কাঁপাতে লঞ্চ হচ্ছে Moto G85 5G
- ভারতে আগামী কয়েকদিনের মধ্যেই লঞ্চ হতে চলেছে Vivo V40 Pro
- মাত্র 17,999 টাকায় পাওয়া যাচ্ছে Poco X6 5G
উপসংহার
Z9 Lite 5G iQOO তরফ থেকে সব থেকে সাশ্রয়ী 5G ফোন হতে চলেছে। এটি একটি বাজেট ফোন হলেও পারফরম্যান্স আর স্পেসিফিকেশনের দিক থেকে একটি ভাল বিকল্প হয়ে উঠতে পারে। এই ফোনটিকে যদি সঠিক দামে লঞ্চ করা হয় তাহলে অবশ্যই জনপ্রিয় হয়ে উঠবে।