Moto G85 5G Launch Date in India: 10 জুলাই বাজার কাঁপাতে লঞ্চ হচ্ছে Moto G85 5G, জেনে নিন দাম আর স্পেসিফিকেশন

By Sk Imtiaz Ahmed

Updated on:

Follow Us
Moto G85 5G Launch Date in India

Moto G85 5G Launch Date in India: 25 জুন চিনের বাজারে লঞ্চ হয়েছিল Moto S50 Neo। এবার ভারতে এই S50 Neo কে Moto G85 5G হিসেবে লঞ্চ করা হবে। Motorola বুধবার নিজের X হ্যান্ডেল থেকে এই ফোনেটিকে 10 জুলাই লঞ্চ করার কথা পাকা করে দিয়েছে।

X এর পোস্টটি হিসেবে G85 5G ভারতে Flipkart, motorola.in আর সমস্ত প্রধান রিটেল স্টোর্স মাধ্যমে বিক্রি করা হবে। Flipkart এ ইতিমধ্যে এই ফোনটির একটি মাইক্রোসাইটও তৈরি করা হয়েছে যার মাধ্যমে এই ফোনটির প্রধান স্পেসিফিকেশন গুলি সম্পর্কে জানানো হয়েছে।

আজ আমরা Moto G85 5G এর লঞ্চের তারিখ ছাড়া সম্ভাব্য দাম আর স্পেসিফিকেশন গুলি যেমন ডিসপ্লে, চিপসেট, ব্যাটারি, ক্যামেরা ইত্যাদি সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা করব।

Moto G85 5G Launch Date in India

Moto G85 5G কে ভারতে 10 জুলাই 12টায় ভারতে লঞ্চ করা হবে। এই ফোনেটিকে মোট 3টে কালার অপশনে লঞ্চ করা হবে। এই কালার অপশনগুলি হল – কোবল্ট ব্লু, আরবান গ্রে আর অলিভ গ্রিন। এই ফোনটিকে অনলাইনে Flipkart আর motorola.in এ আর অফলাইনে সমস্ত বড় রিটেল চেনের মাধ্যমে বিক্রি করা হবে।

কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী এই ফোনটি ভারতে 2টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – 8GB+128GB অথবা 12GB+256GB।

লঞ্চের তারিখ10 জুলাই
কালার অপশনকোবল্ট ব্লু, আরবান গ্রে আর অলিভ গ্রিন
ভ্যারিয়েন্ট8GB+128GB অথবা 12GB+256GB
কোথায় কিনবেনFlipkart, motorola.in আর অফলাইন রিটেল স্টোর্স

Moto G85 5G Price in India

চিনে Moto S50 Neo কে মোট 3টে ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। বেস 8GB+256GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে CNY 1,399 যা ভারতীয় মূল্যে প্রায় Rs.16,100। 12GB+256GB আর 12GB+512GB দাম যথাক্রমে CNY 1,599 (Rs.18,400) আর CNY 1,899 (Rs.21,800) রাখা হয়েছে।

ভারতে Moto G85 5G এর দাম সম্পর্কে এখনও কিছু পাকা জানা যায়নি। তবে, চিনে লঞ্চ হওয়া দাম গুলোকে ধরা হয় তাহলে বেস 8GB+128GB এর দাম Rs.17,999 আর টপ 12GB+256GB ভ্যারিয়েন্টের দাম Rs.19,999 রাখা হতে পারে।

ভ্যারিয়েন্টপ্রত্যাশিত দাম
8GB+128GBRs.17,999
12GB+256GBRs.19,999

Moto G85 5G Display

Moto G85 5G Display

Moto G85 5G এ 6.67 ইঞ্চের কার্ভড 10-bit FHD+ pOLED প্যানেল ব্যবহার করা হবে। এই প্যানেলটিতে 120 Hz এর রিফ্রেস রেট দেওয়া হবে। এই প্যানেলটির পিক ব্রাইটনেস 1600 nits পর্যন্ত হবে এবং পিক্সেল ডেনসিটি 395ppi এর হবে। আই প্রটেকশনের জন্যে SGS সার্টিফিকেশনও দেওয়া হয়েছে। এই ডিসপ্লের সুরক্ষার জন্যে Corning Gorilla Glass 5 এর ব্যবহার করা হবে।

ডিসপ্লের সাইজ6.67 ইঞ্চ
প্যানেল টাইপ10-bit FHD+ pOLED
পিক ব্রাইটনেস1600 nits
পিক্সেল ডেনসিটি395ppi
আই প্রটেকশনSGS সার্টিফিকেশন
রিফ্রেস রেট120 Hz
ডিসপ্লের সুরক্ষাCorning Gorilla Glass 5

Moto G85 5G Performance

Moto G85 5G কে Qualcomm Snapdragon 6s Gen 3 এর সাথে লঞ্চ করা হবে। এই SD 6s Gen 3 একটি 6 nm প্রসেসের অক্টা-কোর প্রসেসর। গ্রাফিক্সের জন্যে Adreno 619 GPU ব্যবহার করা হবে।

প্রসেসর6 nm Qualcomm Snapdragon 6s Gen 3
গ্রাফিক্সAdreno 619 GPU

Moto G85 5G RAM and Storage

এই ফোনে মোট দুটি RAM আর স্টোরেজ অপশনের সাথে লঞ্চ করা হবে। বেস ভ্যারিয়েন্টে 8GB RAM এর সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ থাকবে। টপ ভ্যারিয়েন্টে 12GB RAM এর সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ থাকবে। কোন এক্সটার্নাল স্টোরেজ যোগ করার অপশন দেওয়া হবে না এই ফোনে। ভ্যারিয়েন্ট অনুযায়ী 8GB অথবা 12GB এর RAM বুস্ট ও পাওয়া যাবে।

RAM অপশন8GB আর 12GB
স্টোরেজ অপশন128GB আর 256GB
এক্সটার্নাল স্টোরেজসাপোর্টেড না
ভার্চুয়াল RAM8GB অথবা 12GB (ভ্যারিয়েন্ট অনুযায়ী)

Moto G85 5G Camera

Moto G85 5G Camera

Moto G85 5G এ রিয়ার ডুয়াল-ক্যামেরা সেট-আপের সাথে আসবে। প্রাইমারি ক্যামেরার জন্যে 50MP এর Sony Lytia 600 সেন্সর ব্যবহার করা হবে। এই ক্যামেরার অ্যাপারচার f/1.8 এর এবং এতে OIS থাকবে। সেকেন্ডারি ক্যামেরাতে আমরা 8MP এর আলট্রা-ওয়াইড সেন্সর দেখতে পাব যার অ্যাপারচার f/1.67 এর হবে।

সেলফির জন্যে একটি 32MP এর ক্যামেরা দেওয়া হয়েছে।

প্রাইমারি ক্যামেরা50MP এর Sony Lytia 600
সেকেন্ডারি ক্যামেরা8MP এর আলট্রা-ওয়াইড সেন্সর
সেলফি ক্যামেরা32MP

Moto G85 5G Battery and Charging

Moto G85 5G এ 5000 mAh এর ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারিকে চার্জ করার জন্যে 33W এর টার্বো পাওয়ার চার্জিং এর সাপোর্ট থাকবে। এই ফোনটিকে 2.0 Type-C পোর্ট এর সাহায্যে চার্জ করা যাবে। চার্জার ব্রিক আর Type-C cable বক্সের সাথেই আসবে।

ব্যাটারি5000 mAh
চার্জিং স্পিড33W টার্বো পাওয়ার
পোর্ট2.0 Type-C

Moto G85 5G Specifications

Moto G85 5G এর ওজন 172 গ্রামের এবং থিকনেস 7.59mm এর। ব্লু আর গ্রিন কালারের ক্ষেত্রে পিছনে ভেগান লেদারের ব্যবহার করা হবে। গ্রে ক্যালারের ক্ষেত্রে 3D PMMA গ্লাসের ব্যবহার করা হবে।

ফোনকে আনলক করার জন্যে ইন-ডিসপ্লে ফিঙারপ্রিন্ট সেন্সরের সাথে ফেস আনলক দেওয়া হবে। এই ফোনে ডুয়াল স্টিরিও স্পিকারের সাথে Dolby Atmos এর সাপোর্ট দেখতে পাওয়া যাবে।

এই ফোনটি Android 14 এর সাথে আসবে আর সংস্থা দাবি করেছে যে 2 বছরের OS আপগ্রেডের সাথে 3 বছরের সিকিউরিটি আপডেট প্রদান করবে।

ওয়াটার আর ডাস্ট রেসিস্টেন্স এর জন্যে IP52 সার্টিফিকেশন আছে এই ফোনটিতে। এই ফোনে Bluetooth 5.1 এর প্রদান করা হয়েছে। এই ফোনটিতে ডুয়াল-ন্যানো সিম কার্ড শ্লট দেওয়া হয়েছে, তবে NFC দেওয়া হবেনা।

ওজন172 গ্রাম
থিকনেস7.59mm
ব্যাক মেটেরিয়ালভেগান লেদার (ব্লু আর গ্রিন) আর 3D PMMA গ্লাস (গ্রে)
ফিঙারপ্রিন্ট সেন্সরইন-ডিসপ্লে
ডুয়াল স্টিরিও স্পিকারথাকবে
Dolby Atmosসাপোর্টেড
সফটওয়্যারAndroid 14, 2 বছরের OS আপগ্রেড, 3 বছরের সিকিউরিটি আপডেট
ওয়াটার আর ডাস্ট রেসিস্টেন্সIP52 সার্টিফিকেশন
Bluetooth ভার্শন5.1

আরও পড়ুন:

উপসংহার

Moto G85 5G বাজেটে একটি দুর্দান্ত প্রোডাক্ট হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে। যদি মটোরোলা এই ফোনটির দাম প্রতিযোগিতামূলক রাখতে পারে তাহলে এতে কোন সন্দেহ নেই যে এই ফোনটি ভারতে জনপ্রিয় হয়ে উঠবে।

সাম্প্রতিকালে Poco X6 5G এর দাম কমানো হয়েছে। ফিচারের দিক থেকে এই ফোনটি X6 5G এর সাথে সরাসরি প্রতিযোগিতা করবে।

উৎস

Sk Imtiaz Ahmed

হ্যালো আমার নাম Imtiaz, আমি ছোটবেলা থেকেই অটোমোবাইল আর মোবাইল নিয়ে ব্যাপক উৎসাহী ছিলাম। সময়ের সাথে আমি প্রচুর মোবাইল ফোন ব্যবহার করার অভিজ্ঞতা অর্জন করেছি। আর এই অভিজ্ঞতার সাহায্যে আমি আপনাদের সাথে বাজারে লঞ্চ হওয়া সমস্ত নতুন মোবাইলফোন সম্পর্কে আলোচনা করব।

Leave a Comment