অবশেষে ভারতে আজ লঞ্চ হয়ে গেল Motorola Edge 50। এই ফোনটিকে ভারতে Motorola Edge 40 এর উত্তরাধিকার হিসেবে লঞ্চ করা হয়েছে।
এই ফোনে মেটাল ফ্রেমের সাথে রয়েছে MIL-STD 810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন।
এই ফোনটিকে দুনিয়ার সব থেকে পাতলা MIL-STD 810H ফোন হিসাবে দাবি করেছে মোটোরোলা। এই ফোনটি সদ্য লঞ্চ হওয়া Realme 13 Pro series কে কড়া টক্কর দেবে।
সার্টিফিকেশন ছাড়া এই ফোনে রয়েছে Lytia 700C ক্যামেরা, 1.5K কার্ভড pOLED ডিসপ্লের মত ইত্যাদি ফিচার্স।
Motorola Edge 50 Price in India
ভারতে এই ফোনের একটি মাত্র 8GB+256GB ভ্যারিয়েন্টের দাম Rs.27,999 থেকে রাখা হয়েছে।
এই ফোনটিকে 3টে কালার অপশনের সাথে লঞ্চ করা হয়েছে – জাঙ্গাল গ্রীন, প্যানটোন পিচ ফাজ, কোয়ালা গ্রে।
লঞ্চ অফারে Rs.2,000 পর্যন্ত ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ইনস্ট্যান্ট ডিসকাউন্টটি Axis Bank Credit Card, IDFC Bank Credit Card এর সাথে দেওয়া হচ্ছে।
এই ফোনের সাথে 9 মাস পর্যন্ত NO COST EMI এর সুবিধা দেওয়া হয়েছে। ডিসকাউন্ট ছাড়া 6 মাসের NO COST EMI Rs.4,667 হবে আর 9 মাসের NO COST EMI Rs.3.111 হবে।
এই ফোনটি কেনার জন্যে Flipkart আর Motorola.in এ 8 আগস্ট থেকে উপলব্ধ হবে। এছাড়া অফলাইন ষ্টোর থেকেও এই ফোনটিকে কেনা যাবে।
ভ্যারিয়েন্ট | 8GB+256GB |
দাম | Rs.27,999 |
কালার অপশন | জাঙ্গাল গ্রীন, প্যানটোন পিচ ফাজ, কোয়ালা গ্রে |
ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট | Rs.2,000 |
যোগ্য কার্ড | Axis Bank Credit Card, IDFC Bank Credit Card |
NO COST EMI মেয়াদ | 6 অথবা 9 মাস |
NO COST EMI | Rs.4,667 (6 মাস), Rs.3.111 (9 মাস) |
Motorola Edge 50 Display
এই ফোনে 6.67- ইঞ্চের Super HD+ pOLED 3D কার্ভড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এটি একটি 10 Bit, 1.5K প্যানেল যার রেসোলিউশন 2712 x 1220 পিক্সেলের।
এই ডিসপ্লেতে Corning Gorila 5 এর সুরক্ষা দেওয়া হয়েছে। এই ডিসপ্লেতে SGS Blue Light Reduction সার্টিফিকেশনও রয়েছে।
এই ডিসপ্লের রিফ্রেশ রেট Edge 40 এর তুলনায় কমেছে। 144Hz এর জায়গায় এখন 120Hz এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে।
এই ডিসপ্লের পিক্সেল ডেনসিটি 446 PPI এর আর পিক ব্রাইটনেস 1900 nits পর্যন্ত যেতে পারে।
Motorola Edge 50 Chipset
এই ফোনে Snapdragon 7 Gen 1 Accelerated Edition চিপসেট ব্যবহার করা হয়েছে। এই চিপসেটটিকে 4 nm ফ্যাব্রিকেশন প্রসেসকে অনুসরণ করে তৈরি করা হয়েছে।
এই চিপসেটের প্রাইমারি ক্লক স্পিড 2.5 GHz এর। এই চিপসেটের সেকেন্ডারি আর টারশিয়ারি ক্লক স্পিড 2.36 GHz আর 1.8 GHz এর।
গ্রাফিক্সের জন্যে Qualcomm Adreno 644 GPU ব্যবহার করা হয়েছে।
এই ফোনে ভেপার চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।
Motorola Edge 50 RAM and Storage
এই ফোনটি একটি মাত্র 8GB RAM আর 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
এই ফোনে LPDDR4X টাইপের RAM আর UFS 2.2 টাইপের স্টোরেজ ব্যবহার করা হয়েছে।
এই ফোনে RAM Boost 3.0 এর সাপোর্ট দেওয়া হয়েছে।
Motorola Edge 50 Camera
এই ফোনে পিছনে 50MP+13MP+10MP এর ট্রিপল ক্যামেরা সেট-আপ দেওয়া হয়েছে। প্রাইমারি 50MP ক্যামেরার জন্যে OIS যুক্ত Sony Lytia 700C সেন্সর ব্যবহার করা হয়েছে।
সেকেন্ডারি 13MP ক্যামেরার জন্যে একটি আলট্রা-ওয়াইড এঙ্গেল সেন্সরের ব্যবহার করা হয়েছে।
তৃতীয় 10MP ক্যামেরাতে একটি OIS যুক্ত টেলিফটো সেন্সর ব্যবহার করা হয়েছে যার সাহায্যে 3x পর্যন্ত অপটিকাল জুম সম্ভব।
সেলফির জন্যে একটি 32MP ফ্রন্ট-ক্যামেরা দেওয়া হয়েছে এই ফোনে।
Motorola Edge 50 Battery and Charging
এই ফোনে 5000mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে 68W ওয়্যার্ড ফাস্ট-চার্জিং সাপোর্ট আর 15W এর ওয়্যারলেস চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। বক্সের সাথেই চার্জার দেবে মোটোরোলা।
এই ফোনটিকে মাত্র 15 মিনিট চার্জ করে সারা দিন ব্যবহার করা যাবে বলে জানিয়েছে মোটোরোলা।
মটোরোলা অনুযায়ী একবার চার্জে এই ফোনটি 30 ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে।
Motorola Edge 50 Specifications
এই ফোনটি Android 14 এর সাথে লঞ্চ করা হয়েছে। কোম্পানি 2 বছরের OS আপগ্রেডের সাথে 3 বছরের সিকিউরিটি আপডেট দেবে বলে জানিয়েছে।
সুরক্ষার জন্যে এই ফোনে অন -স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের সাথে ThinkShield দেওয়া হয়েছে।
এই ফোনে প্রক্সিমিটি সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, এক্সেলেরোমিটার, জাইরোস্কোপ, সার সেন্সর, সেন্সর হাব, ম্যাগনেটোমিটার (ই-কম্পাস) দেওয়া হয়েছে।
এই ফোনটির থিকনেস 7.79mm এর আর ওজন 180 গ্রামের।
জল আর ধুলো থেকে সুরক্ষার জন্যে এই ফোনে IP68 রেটিং দেখতে পাওয়া যায়।
এই ফোনে Dolby Atmos এর সাথে ডুয়াল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে।
এই ফোন কানেক্টিভিটির জন্যে Bluetooth 5.2, Wi-Fi 802.11 a/b/g/n/ac/ax, Wi-Fi 6E রয়েছে।
এই ফোনে ডুয়াল-ন্যানো সিম কার্ড স্লট দেওয়া হয়েছে তবে কোনও মেমোরি কার্ড স্লট দেওয়া হয়নি।
আরও পড়ুন:
উপসংহার
মোটোরোলার তরফ থেকে আরেকটি ভ্যালু ফর মানি ফোন Edge 50 কে আজ লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে পুরোনো জেনেরেশনের ফ্ল্যাগশিপ চিপসেট ব্যবহার করা হয়েছে।
ভালো পারফরম্যান্স ছাড়া এই ফোনটিতে রয়েছে ভাল ক্যামেরা সেট-আপ, উচ্চ মানের ডিসপ্লে প্যানেল আর MIL-STD 810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন।