OnePlus Nord 4: 16 জুলাই OnePlus নিজের Nord সিরিজের নতুন ফোন Nord 4 কে ভারতে লঞ্চ করে দিয়েছে।
এই ফোনটিকে ইতালিতে একটি ইভেন্টের মাধ্যমে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 12GB RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ অপশনের সাথে আসবে।
এই ফোনে OnePlus 12 সিরিজের ডিসপ্লে, Qualcomm Snapdragon 7 Plus Gen 3 চিপসেট, 5,500 mAh ব্যাটারির মত ফিচার দেখতে পাওয়া যায়।
এই ফোনে রয়েছে AI Audio Summary, AI Article Summary, AI Eraser আর AI Smart Cutout এর মত AI ফিচার্স।
আজ আমরা OnePlus Nord 4 এর দাম, ডিসপ্লে, চিপসেট, ক্যামেরা ও ইত্যাদি স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব।
OnePlus Nord 4 Launch in India
ভারতে OnePlus Nord 4 কে 3টে ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ভ্যারিয়েন্টগুলি হল – 8GB RAM+128GB, 8GB RAM+256GB আর 12GB RAM+256GB।
এই ফোনটি মারকিউরিয়াল সিলভার, অবসিডিয়ান মিডনাইট আর ওয়েসিস গ্রিন কালার অপশনের সাথে লঞ্চ করা হয়েছে।
এই ফোনটি Amazon.in, OnePlus এর অনলাইন স্টোর, রিলায়েন্স ডিজিটাল, ক্রোমা, বিজয় সেলস, বাজাজ ইলেকট্রনিক্স আর অফলাইন রিটেল পার্টনারদের মাধ্যমে বিক্রি করা হবে।
এই ফোনটির প্রি অর্ডার 20 জুলাই থেকে শুরু হবে আর দোসরা অগাস্ট থেকে এই ফোনটির বিক্রি শুরু হবে।
ভ্যারিয়েন্ট | 8GB RAM+128GB, 8GB RAM+256GB, 12GB RAM+256GB |
কালার অপশন | মারকিউরিয়াল সিলভার, অবসিডিয়ান মিডনাইট, ওয়েসিস গ্রিন |
স্টোর | Amazon.in, OnePlus এর অনলাইন স্টোর, রিলায়েন্স ডিজিটাল, ক্রোমা, বিজয় সেলস, বাজাজ ইলেকট্রনিক্স, অফলাইন রিটেল পার্টনার |
প্রি অর্ডার | 20 জুলাই |
বিক্রি শুরু | 2 অগাস্ট |
OnePlus Nord 4 Price in India
OnePlus Nord 4 এর 8GB RAM+128GB ভ্যারিয়েন্টের দাম Rs.29,999 রাখা হয়েছে। এছাড়া 8GB RAM+256GB আর 12GB RAM+256GB ভ্যারিয়েন্টের দাম Rs.32,999 আর Rs.35,999 রাখা হয়েছে।
OnePlus Nord 4 এ Rs.3000 এর ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে। তাছাড়া Rs.1000 এর স্পেশাল প্রি অর্ডার ডিসকাউন্টও রয়েছে।
ভ্যারিয়েন্ট | দাম |
---|---|
8GB RAM+128GB | Rs.29,999 |
8GB RAM+256GB | Rs.32,999 |
12GB RAM+256GB | Rs.35,999 |
ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট | Rs.3000 |
স্পেশাল প্রি অর্ডার ডিসকাউন্ট | Rs.1000 |
OnePlus Nord 4 Display
এই ফোনে 6.74 ইঞ্চের 10-bit 1.5K AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লের রেসোলিউশন 2772 × 1240 পিক্সেলের আর পিক্সেল ডেনসিটি 450 ppi এর।
এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz পর্যন্ত যায়। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 2150 nits এর।
এই ডিসপ্লেতে ProXDR, Ultra HDR, Eye comfort এর মত ইত্যাদি ফিচার রয়েছে।
ডিসপ্লে সাইজ | 6.74 ইঞ্চ |
ডিসপ্লে টাইপ | 10-bit 1.5K AMOLED |
রেসোলিউশন | 2772 × 1240 পিক্সেল |
পিক্সেল ডেনসিটি | 450 ppi |
রিফ্রেশ রেট | 120Hz |
পিক ব্রাইটনেস | 2150 nits |
ডিসপ্লে ফিচার্স | ProXDR, Ultra HDR, Eye comfort, Aqua Touch |
OnePlus Nord 4 Performance
এই ফোনে Qualcomm Snapdragon 7 Plus Gen 3 চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি একটি 4nm ফ্যাব্রিকেশন প্রসেসের চিপসেট।
এই চিপসেটের সর্বোচ্চ ক্লক স্পিড 2.8 GHz এর। গ্রাফিক্সের জন্যে Qualcom Adreno 732 GPU ব্যবহার করা হয়েছে।
OnePlus এর অনুযায়ী এই ফোনে A রেটিং দেওয়া হয়েছে 6 বছরের সিস্টেম স্মুথনেসের জন্যে।
চিপসেট | Qualcomm Snapdragon 7 Plus Gen 3 |
ফ্যাব্রিকেশন প্রসেস | 4nm |
সর্বোচ্চ ক্লক | 2.8 GHz |
GPU | Qualcom Adreno 732 GPU |
OnePlus Nord 4 RAM and Storage
এই ফোনে 8GB/12GB RAM এর অপশন দেওয়া হয়েছে। এই RAM LPDDR5X টাইপের।
স্টোরেজের জন্যে 128GB/256GB অপশন দেখতে পাওয়া যায়। 128GB ভ্যারিয়েন্টে UFS3.1 আর 256GB ভ্যারিয়েন্টে UFS4.0 টাইপের স্টোরেজ দেওয়া হয়েছে।
RAM অপশন | 8GB/12GB |
RAM টাইপ | LPDDR5X |
স্টোরেজ অপশন | 128GB/256GB |
স্টোরেজ টাইপ | UFS3.1 (128GB), UFS4.0 (256GB) |
OnePlus Nord 4 Camera
এই ফোনে পিছনে ডুয়াল-ক্যামেরা সেট-আপ দেওয়া হয়েছে। প্রাইমারি ক্যামেরাতে রয়েছে OIS যুক্ত 50MP এর Sony LYT-600 সেন্সর।
সেকেন্ডারি ক্যামেরাতে একটি 8MP এর Sony IMX355 আলট্রা-ওয়াইড সেন্সর দেওয়া হয়েছে।
এই সেট-আপে রয়েছে 2x পর্যন্ত অপটিক্যাল জুম আর 20x পর্যন্ত ডিজিটাল জুম।
সেলফির জন্যে 16MP এর Samsung S5K3P9 সেন্সর দেওয়া হয়েছে। এই ক্যামেরাতে Skin-tone অপ্টিমাইজেসন রয়েছে।
প্রাইমারি ক্যামেরা | 50MP Sony LYT-600 (OIS) |
সেকেন্ডারি ক্যামেরা | 8MP Sony IMX355 আলট্রা-ওয়াইড |
ফ্রন্ট ক্যামেরা | 16MP Samsung S5K3P9 |
OnePlus Nord 4 Battery and Charging
এই ফোনে 5,500 mAh ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটিকে চার্জ করার জন্যে 100W এর SUPERVOOC চার্জিং সাপোর্ট রয়েছে। চার্জার বক্সের সাথে দেওয়া হবে।
OnePlus দাবি করেছে মাত্র 28 মিনিটে এই ফোনেটিকে পুরো 100% পর্যন্ত চার্জ করা যাবে।
কোম্পানির অনুযায়ী পুরো চার্জ 17 ঘন্টা YouTube আর 10.6 পর্যন্ত Call of Duty: Mobile খেলা যাবে।
4 বছরের long-lasting battery health দেওয়া হয়েছে এই ফোনে।
OnePlus Nord 4 Specifications
এই ফোনটির পিছনে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে যাতে 28,000 ন্যানো-লেসার কাট রয়েছে।
এই ফোনটি OxygenOS 14.1 এর সাথে আসবে যেটা Android 14 এর উপর ভিত্তি করে। OnePlus জানিয়েছে যে এই ফোনে 4 বছর OS উপডেটের সাথে 6 বছরের সিকিউরিটি উপডেট দেবে, যা যে আজ পর্যন্ত কোনও OnePlus এর ফোনের ক্ষেত্রে সব থেকে বেশি।
এই ফোনে ডুয়াল ন্যানো সিম কার্ড স্লটের সাথে আসবে। কানেক্টিভিটির জন্যে Wi-Fi6, Wi-Fi5, 802.11a/b/g/n, Bluetooth 5.4, NFC থাকবে।
এই ফোনে SBC, AAC, aptX-HD, LDAC, and LHDC অডিও কোডেকের সাপোর্ট থাকবে আর সাথে রয়েছে ডুয়াল সস্ট্রেরিও স্পিকার।
বিওমেট্রিকের জন্যে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ফেস আনলক দেওয়া হয়েছে।
চার্জিং আর ডাটা ট্রান্সফারের জন্যে USB 2.0, Type-C পোর্ট দেওয়া হয়েছে।
এই ফোনের থিকনেস 8mm এর আর ওজন 199.5 গ্রামের।
OS | OxygenOS 14.1 (Android 14) |
OS আপডেট | 4 বছর OS, 6 বছর সিকিউরিটি উপডেট |
সিম কার্ড স্লট | ডুয়াল ন্যানো সিম কার্ড |
কানেক্টিভিটি | Wi-Fi6, Wi-Fi5, 802.11a/b/g/n, Bluetooth 5.4, NFC |
অডিও কোডেক | SBC, AAC, aptX-HD, LDAC, and LHDC |
পোর্ট | USB 2.0, Type-C |
বিওমেট্রিকে | ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক |
আরও পড়ুন:
উপসংহার
Nord 4, OnePlus এর তরফ থেকে একটি দারুন মিড্-রেঞ্জ ফোন। এই ফোনটির দামকেও প্রতিযোগিতামূলক রাখা হয়েছে। ভিবিন্ন অফারের সাথে এই ফোনটি একটি দুর্দান্ত ভ্যালু ফর মানি মিড্-রেঞ্জ প্রোডাক্ট হয়ে ওঠে।