Oppo A3X 5G Launch Date in India: 10,000 থেকে শুরু হবে Oppo এর এই বাজেট ফোনের দাম, জানুন লঞ্চের তারিখ

By Sk Imtiaz Ahmed

Published on:

Follow Us
Oppo A3X 5G Launch Date in India

Oppo A3X 5G Launch Date in India: ভারতে Oppo Reno 12 series আর Oppo A3 কে লঞ্চ করার পর এবার Oppo A3X 5G কে লঞ্চ করার জন্যে প্রস্তুত হচ্ছে চাইনিজ ফোন নির্মাতা ওপ্পো।

এই ফোনটির ব্যাপারে খুব একটা তথ্য উপলব্ধ না থাকলেও এটা জানা গেছে যে এই ফোনের দাম Rs.15,000 এর মধ্যে থাকবে।

91mobiles এর অনুযায়ী এই ফোনে Dimensity 6300 চিপসেটের সাথে LCD ডিসপ্লে, 5100mAh ব্যাটারির মত ফিচার্স থাকবে।

আমরা আজ Oppo A3X 5G এর সম্ভাব্য লঞ্চের তারিখের সাথে দাম, ক্যামেরা, চিপসেট, ব্যাটারি ও ইত্যাদি স্পেসিফিকেশনগুলি সম্পর্কে আলোচনা করব।

Oppo A3X 5G Launch Date in India

এই মুহূর্তে ওপ্পো এই ফোনটির সম্পর্কে কিছু না জানালেও, টিপ্সটার সুধাংশুর অনুযায়ী এই ফোনটিকে জুলাই মাস শেষ হওয়ার আগেই ভারতে লঞ্চ করা হবে।

এই ফোনটিকে মোট 3টে ভ্যারিয়েন্টে – 4GB+64GB, 4GB+128GB আর 6GB+128GB এ লঞ্চ করা হবে বলে জানা গেছে।

এই ফোনটিকে মোট 3টে কালার অপশনের সাথে লঞ্চ করা হবে – স্টারি পার্পল, স্টারলাইট হোয়াইট এবং স্পার্কল ব্ল্যাক।

লঞ্চের তারিখজুলাই এর শেষের দিকে
ভ্যারিয়েন্ট4GB+64GB, 4GB+128GB, 6GB+128GB
কালার অপশনস্টারি পার্পল, স্টারলাইট হোয়াইট এবং স্পার্কল ব্ল্যাক

Oppo A3X 5G Price in India

Oppo A3X 5G এর দাম সম্পর্কে এই মুহূর্তে কিছু জানা যায়নি। সূত্র অনুযায়ী এই ফোনের দাম Rs.10,000 থেকে 15,000 রাখা হবে।

আমার মতে এই ফোনটির দাম Rs.13,000 এর নিচেই রাখা হবে যেহেতু এই ফোনটি T3 Lite 5G আর Z9 Lite 5G এর একটি রিব্র্যান্ডেড প্রোডাক্ট হবে।

এই ফোনটির 4GB+64GB ভ্যারিয়েন্টের সম্ভাব্য দাম Rs.10,499 রাখা হতে পারে। 4GB+128GB আর 6GB+128GB ভ্যারিয়েন্টের সম্ভাব্য দাম Rs.11,499 আর Rs.12,499 রাখা হতে পারে।

প্রত্যাশিত ভ্যারিয়েন্টপ্রত্যাশিত দাম
4GB+64GBRs.10,499
4GB+128GBRs.11,499
6GB+128GBRs.12,499

Oppo A3X 5G Display

Oppo A3 Vitality Edition Display

এই ফোনে একটি 6.56-ইঞ্চের HD+ LCD ডিসপ্লে ব্যবহার করা হবে। এই ডিসপ্লের রেসোলিউশন 1612×720 পিক্সেলের হবে।

এই ডিসপ্লেতে 90Hz/120Hz এর রিফ্রেশ রেট দেওয়া হবে। সূত্র অনুসারে এই ফোনের পিক ব্রাইটনেস 1,000 nits পর্যন্ত যেতে পারে।

Oppo A3X 5G Chipset

সূত্র অনুসারে এই ফোনে T3 Lite 5G আর Z9 Lite 5G এর মতই MediaTek Dimensity 6300 চিপসেট ব্যবহার করা হবে।

এটি একটি 6nm ফ্যাব্রিকেশন প্রসেসের অক্টা-কোর প্রসেসর। এই চিপসেটটিতে 2.4 GHz এর সর্বোচ্চ ক্লক স্পিড দেখতে পাওয়া যায় এবং AnTuTu স্কোর 414,564।

Oppo A3X 5G RAM and Storage

সূত্র অনুসারে এই ফোন মোট 2টো RAM অপশনের সাথে আসবে – 4GB আর 6GB।

স্টোরেজের ক্ষেত্রেও এই ফোনে 2টো অপশন দেওয়া হবে – 64GB আর 128GB।

এই ফোনটিতে LPDDR4X টাইপের RAM ব্যবহার করা হবে। eMMC 5.1 টাইপ স্টোরেজ ব্যবহার করা হতে পারে এই ফোনে।

সম্ভবত, একটি হাইব্রিড স্লটের মাধ্যমে 1 TB পর্যন্ত স্টোরেজকে বৃদ্ধি করা যাবে।

Oppo A3X 5G Camera

ক্যামেরা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এই ফোনের রেন্ডার থেকে এটা জানা গেছে যে এই ফোনে একটি ডুয়াল-ক্যামেরা সেট-আপ থাকবে।

প্রাইমারি ক্যামেরার জন্যে 50MP Sony AI সেন্সর ব্যবহার করা হতে পারে।

সেকেন্ডারি ক্যামেরার জন্যে 2MP বোকেহ সেন্সর ব্যবহার করা হতে পারে।

সেলফির জন্যে T3 Lite 5G আর Z9 Lite 5G এর মত 8MP ক্যামেরা দেওয়া হতে পারে।

Oppo A3X 5G Battery and Charging

সূত্র অনুসারে এই ফোনে 5100mAh এর ব্যাটারি ব্যবহার করা হবে। এই ফোনটিকে চার্জ করার জন্যে 45W এর চার্জিং সাপোর্ট দেওয়া হবে। এটাও জানা গেছে যে বক্সেই চার্জার ব্রিক দেওয়া হবে।

Oppo A3X 5G Specifications

এই ফোনে জল আর ধুলো থেকে সুরক্ষার জন্যে IP54 রেটিং দেওয়া হবে। বায়োমেট্রিকের জন্যে এই ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হবে।

যেমন আমি আগে বলেছিলাম এই ফোনে হাইব্রিড স্লট থাকবে তাই যদি হয় তাহলে একটি মাত্র ন্যানো সিম কার্ড স্লট থাকবে। যদি আপনি মেমোরি কার্ড না ব্যবহার করেন তাহলে ডুয়াল 5G স্ট্যান্ডবাই সাপোর্ট পাবেন এই ফোনে।

Bluetooth 5.4 এর OTG সাপোর্ট দেখতে পাওয়া যাবে তবে NFC থাকবেনা। ডাটা ট্রান্সফার বা চার্জিং এর জন্যে 2.0 Type C থাকবে এই ফোনে।

আরও পড়ুন:

উপসংহার

হাফিলহাল Rs.10,000 থেকে 15,000 সেগমেন্ট অনেক রোমাঞ্চকর হয়ে উঠেছে। প্রত্যেক ফোন নির্মাতা এই সেগমেন্টে নিজের ফোন লঞ্চ করছে প্রতিনিয়ত আর এই সেগমেন্টকে প্রতিযোগিতা দিতে A3X 5G কে ভারতে লঞ্চ করতে চলেছে Oppo।

উৎস

Sk Imtiaz Ahmed

হ্যালো আমার নাম Imtiaz, আমি ছোটবেলা থেকেই অটোমোবাইল আর মোবাইল নিয়ে ব্যাপক উৎসাহী ছিলাম। সময়ের সাথে আমি প্রচুর মোবাইল ফোন ব্যবহার করার অভিজ্ঞতা অর্জন করেছি। আর এই অভিজ্ঞতার সাহায্যে আমি আপনাদের সাথে বাজারে লঞ্চ হওয়া সমস্ত নতুন মোবাইলফোন সম্পর্কে আলোচনা করব।

Leave a Comment