Oppo Reno 12 Series Launch: ভারতে লঞ্চ হল Oppo এর AI ফোন, জেনে নিন দাম আর স্পেসিফিকেশন

By Sk Imtiaz Ahmed

Updated on:

Follow Us
Oppo Reno 12 Series Launch

Oppo Reno 12 Series Launch: আজ 12 জুলাই Oppo নিজের Reno সিরিজে দুটি নতুন ফোন Reno 12 আর Reno 12 Pro কে ভারতে লঞ্চ করে দিয়েছে। Reno 12 Series এ জেনেরেটিভ AI ফিচার যোগ করা হয়েছে Google এর Gemini Ultra কে সংযুক্ত করে।

এই AI ফিচারগুলির মধ্যে রয়েছে AI রাইটার, AI সামারি আর AI স্পিক, AI ক্লিয়ার ভয়েস ও ইত্যাদি। ক্যামেরার ক্ষেত্রে AI Best Face আর AI Eraser 2.0 ফিচার দেওয়া হয়েছে।

Reno 12 এ Gorgeous Fluid Design আর Reno 12 Pro তে Luxurious Ribbon Design দেওয়া হয়েছে।

আজ আমরা Reno 12 আর Reno 12 Pro এর দাম, ডিসপ্লে, ক্যামের, পারফরম্যান্স, ইত্যাদি নিয়ে আলোচনা করব।

Oppo Reno 12 Series Launch

Oppo Reno 12 Series Launch

ভারতে Reno 12 কে একটি মাত্র 8GB+256GB ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

Reno 12 Pro কে মোট দুটি 12GB+256GB আর 12GB+512GB ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

Reno 12 তে 3টে কালার অপশন দেওয়া হয়েছে – সানসেট পিচ, অ্যাস্ট্রো সিলভার আর ম্যাট ব্রাউন।

Reno 12 Pro তে 2টো কালার অপশন দেওয়া হয়েছে – সানসেট গোল্ড আর স্পেস ব্রাউন।

এই দুটো ফোন 18 জুলাই থেকে Flipkart, oppo.com/in আর অফলাইনে কেনার জন্যে উপলব্ধ হবে।

বৈশিষ্টReno 12Reno 12 Pro
ভ্যারিয়েন্ট8GB+256GB12GB+256GB আর 12GB+512GB
কালার অপশনসানসেট পিচ, অ্যাস্ট্রো সিলভার আর ম্যাট ব্রাউনসানসেট গোল্ড আর স্পেস ব্রাউন

Oppo Reno 12 Series Price in India

Oppo Reno 12 এর 8GB+256GB ভ্যারিয়েন্টের দাম Rs.32,999 রাখা হয়েছে।

Reno 12 Pro এর 12GB+256GB আর 12GB+512GB ভ্যারিয়েন্টের যথাক্রমে Rs.36,999 আর Rs.40,999 রাখা হয়েছে।

BOB Bank, DBS Bank, Kotak Bank Credit, Onecard Bank এর ক্রেডিট কার্ডে আর HDFC Bank, ICICI Bank আর SBI এর ডেবিট আর ক্রেডিট কার্ডে ভ্যারিয়েন্ট অনুযায়ী Rs.4,000 পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।

ডিসকাউন্টের ছাড়াও রয়েছে 3, 6 আর 9 মাসের NO COST EMI এর সুবিধা।

মডেলভ্যারিয়েন্টদাম
Reno 128GB+256GBRs.32,999
Reno 12 Pro12GB+256GBRs.36,999
Reno 12 Pro12GB+512GBRs.40,999
ভ্যারিয়েন্ট অনুযায়ী ভারতে দাম
ইনস্ট্যান্ট ডিসকাউন্টRs.4,000 পর্যন্ত
ক্রেডিট কার্ডBOB Bank, DBS Bank, Kotak Bank Credit, Onecard Bank, HDFC Bank, ICICI Bank, SBI
ডেবিট কার্ডHDFC Bank, ICICI Bank, SBI
NO COST EMI3, 6, 9 মাস
অফারের বিস্তার

Oppo Reno 12 Series Display

Oppo Reno 12 Series Display

Oppo Reno 12 5G: এই ফোনে 6.7-ইঞ্চের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এটি একটি 3D Flexible AMOLED প্যানেল যাতে দুদিকে কার্ভড এজ দেওয়া হয়েছে।

এই ডিসপ্লের রেসোলিউশন 2412 x 1080 (FHD+) পিক্সেলের। এই ডিসপ্লেতে 60/90/120Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে।

এই ডিসপ্লেতে 1.07 বিলিয়ন কালারের সাথে 394PPI পিক্সেল ডেনসিটি দেখতে পাওয়া যায়। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 1200nits পর্যন্ত যেতে পারে। সুরক্ষার জন্যে Corning Gorilla Glass 7i গ্লাসের ব্যবহার করা হয়েছে।

ডিসপ্লে সাইজ6.7-ইঞ্চ
প্যানেল3D Flexible AMOLED (two curved edges)
রেসোলিউশন2412 x 1080 (FHD+)
রিফ্রেশ রেট60/90/120Hz
কালার1.07 বিলিয়ন
পিক্সেল ডেনসিটি394PPI
পিক ব্রাইটনেস1200 nits
সুরক্ষাCorning Gorilla Glass 7i
Oppo Reno 12 এর ডিসপ্লে ফিচার্স

Reno 12 Pro 5G: এই ফোনে 6.7-ইঞ্চের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এটি একটি Flexible AMOLED প্যানেল যাতে চারদিকে কার্ভড এজ দেওয়া হয়েছে।

এই ডিসপ্লের রেসোলিউশন 2412 x 1080 (FHD+) পিক্সেলের। এই ডিসপ্লেতে 60/90/120Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে।

এই ডিসপ্লেতে 1.07 বিলিয়ন কালারের সাথে 394PPI পিক্সেল ডেনসিটি দেখতে পাওয়া যায়। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 1200nits পর্যন্ত যেতে পারে। সুরক্ষার জন্যে Corning Gorilla Glass Victus 2 গ্লাসের ব্যবহার করা হয়েছে।

ডিসপ্লে সাইজ6.7-ইঞ্চ
প্যানেলFlexible AMOLED (four curved sides)
রেসোলিউশন2412 x 1080 (FHD+)
রিফ্রেশ রেট60/90/120Hz
কালার1.07 বিলিয়ন
পিক্সেল ডেনসিটি394PPI
পিক ব্রাইটনেস1200 nits
সুরক্ষাCorning Gorilla Glass Victus 2
Reno 12 Pro 5G এর ডিসপ্লে ফিচার্স

Oppo Reno 12 Series Performance

Reno 12 আর Reno 12 Pro তে একই চিপসেট ব্যবহার করা হয়েছে। এই সিরিজে MediaTek Dimensity 7300-Energy চিপসেট ব্যবহার করা হয়েছে। এই চিপসেটের সর্বোচ্চ ক্লক স্পিড 2.5GHz এর।

এই চিপসেটটি 4nm ফ্যাব্রিকেশন প্রসেসের একটি অক্টা কোর প্রসেসর। GPU এর জন্যে Mali-G615 কে দেওয়া হয়েছে।

চিপসেটMediaTek Dimensity 7300-Energy
সর্বোচ্চ ক্লক স্পিড2.5GHz
ফ্যাব্রিকেশন প্রসেস4nm
GPUMali-G615

Oppo Reno 12 Series RAM and Storage

Reno 12 এ একটি মাত্র 8GB RAM এর অপশনের সাথে একটি মাত্র 256GB এর স্টোরেজের অপশন দেওয়া হয়েছে।

Pro মডেলে একটি মাত্র 12GB RAM এর অপশনের সাথে দুটো 256GB আর 512GB স্টোরেজের অপশন দেওয়া হয়েছে।

এই দুটো ফোনেই LPDDR4X RAM আর UFS 3.1 স্টোরেজ ব্যবহার করা হয়েছে। ডেডিকেটেড MicroSD স্লটের সাহায্যে 1 TB পর্যন্ত স্টোরেজকে বাড়ানো যাবে।

Oppo Reno 12 Series Camera

Oppo Reno 12 Series Camera
Reno 12 Pro 5G এর ক্যামেরা সেট-আপ

এই দুটো ফোনই ট্রিপল রিয়ার ক্যামেরা সেট-আপ দেওয়া হয়েছে।

12 এ প্রাইমারি ক্যামেরাতে 50MP Sony LYT-600 সেন্সর ব্যবহার করা হয়েছে এবং OIS (optical image stabilisation) সাপোর্ট করে। এছাড়াও রয়েছে 8MP Sony IMX355 আলট্রা-ওয়াইড আর 2MP ম্যাক্রো সেন্সর। সেলফির জন্যে রয়েছে 32MP এর ক্যামেরা

12 Pro তেও একই OIS যুক্ত 50MP Sony LYT-600 সেন্সর ব্যবহার করা হয়েছে প্রাইমারি ক্যামেরাতে। এছাড়াও 50MP এর Samsung S5KJN5 টেলিফোটো আর 8MP Sony IMX355 আলট্রা-ওয়াইড সেন্সর ব্যবহার করা হয়েছে। সেলফির জন্যেও 50MP এর Samsung S5KJN5 ব্যবহার করা হয়েছে।

বৈশিষ্টReno 12Reno 12 Pro
প্রাইমারি ক্যামেরা50MP Sony LYT-60050MP Sony LYT-600
সেকেন্ডারি ক্যামেরা8MP Sony IMX355 আলট্রা-ওয়াইড50MP Samsung S5KJN5 টেলিফোটো
থার্ড ক্যামেরা2MP ম্যাক্রো8MP Sony IMX355 আলট্রা-ওয়াইড
ফ্রন্ট ক্যামেরা32MP সেন্সর50MP Samsung S5KJN5

Oppo Reno 12 Series Battery and Charging

Reno 12 Series এ 5000mA এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

এই দুটো ফোনেই 2.0 Type C পোর্ট দেওয়া হয়েছে আর চার্জার বক্সের সাথেই দেওয়া হবে।

Oppo Reno 12 Series Specifications

12 এর ওজন 177 গ্রাম আর ঠিকনেস 7.57mm। 12 Pro এর ওজন 180 গ্রাম আর ঠিকনেস 7.4mm।

Reno 12 Series এ বায়োমেট্রিকের জন্যে ইন-ডিসপ্লে অপটিকাল সেন্সর আর ফেসিয়াল রেকগনিসন দেওয়া হয়েছে।

এই সিরিজে Bluetooth 5.4 এর সাপোর্ট দেখতে পাওয়া যায়। Bluetooth অডিও কোডেকে SBC, AAC, aptX-HD, LDAC, আর LHDC এর সাপোর্ট দেওয়া হয়েছে।

এই ফোনে 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়নি তবে, NFC এর সাপোর্ট রয়েছে।

কানেক্টিভিটির জন্যে 16 ব্যান্ডের 5G, Wi-Fi 6, Wi-Fi 5, 2.4G/5G WLAN ও ইত্যাদি রয়েছে।

এই ফোন দুটোতে রয়েছে ডুয়াল ন্যানো সিম কার্ড স্লট, Infrared remote control (IR ব্লাস্টার), প্রক্সিমিটি সেন্সর, স্টেপ কাউন্টিং সেন্সর ও ইত্যাদি।

এই দুটো ফোন ColorOS 14.0.1 এর সাথে আসবে।

আরও পড়ুন:

উপসংহার

আমরা এই আর্টিকেলের মাধ্যমে Oppo Reno 12 Series এর ব্যাপারে একটি বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি চান তাহলে Reno 12 আর Reno 12 Pro এর অফিসিয়াল পেজ ভিসিট করতে পারেন।

Sk Imtiaz Ahmed

হ্যালো আমার নাম Imtiaz, আমি ছোটবেলা থেকেই অটোমোবাইল আর মোবাইল নিয়ে ব্যাপক উৎসাহী ছিলাম। সময়ের সাথে আমি প্রচুর মোবাইল ফোন ব্যবহার করার অভিজ্ঞতা অর্জন করেছি। আর এই অভিজ্ঞতার সাহায্যে আমি আপনাদের সাথে বাজারে লঞ্চ হওয়া সমস্ত নতুন মোবাইলফোন সম্পর্কে আলোচনা করব।

Leave a Comment