POCO M6 Plus 5G Launch Date in India: অবশেষে জানা গেল লঞ্চের তারিখ, জানুন দাম আর স্পেসিফিকেশন

By Sk Imtiaz Ahmed

Published on:

Follow Us
POCO M6 Plus 5G Launch Date in India

POCO M6 Plus 5G Launch Date in India: অবশেষে আগস্ট মাসে M6 Plus 5G কে লঞ্চ করতে চলেছে POCO।

ফ্লিপকার্টে একটি মাইক্রোসাইটের মাধ্যমে M6 Plus 5G এর লঞ্চের তারিখের সাথে কিছু স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়েছে।

এই ফোনটি ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি করা হবে তা সত্ত্বেও আমাজনেও এই ফোনটিকে লিস্ট করা হয়েছে। তবে, Amazon এ এই ফোনটির লিস্টিং এর সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে।

এই লিস্টিং অনুযায়ী এই ফোনের কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়েছে।

সূত্র অনুসারে চীনে লঞ্চ হওয়া Redmi Note 13R কে রিব্র্যান্ড করা ভারতে M6 Plus 5G হিসেবে লঞ্চ করা হবে।

আজ আমরা এই ফোনের লঞ্চের তারিখের সাথে সম্ভাব্য দাম, ক্যামেরা, চিপসেট, ব্যাটারি ও অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করব।

POCO M6 Plus 5G Launch Date in India

POCO M6 Plus 5G ভারতে পয়লা আগস্টে ভারতে লঞ্চ করা হবে।

এই ফোনটিকে ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি করা হবে বলে আশা করা হচ্ছে তবে, আমাজনের লিস্টিং অনুযায়ী এই ফোনটির ডেলিভারি ডেট 5 আগস্ট হবে।

এই মুহূর্তে আধিকারিকভাবে ভ্যারিয়েন্ট সম্পর্কে কিছু জানানো হয়নি তবে, আমাজনে একটি মাত্র 8GB+128GB ভ্যারিয়েন্টকে লিস্ট করা হয়েছে।

আমাজনের লিস্টিং অনুযায়ী এই ফোনটিকে 3টে – গ্রাফাইট ব্ল্যাক, আইস সিলভার আর মিস্ট ল্যাভেণ্ডার কালার অপশনের সাথে লঞ্চ করা হবে।

লঞ্চের তারিখ01/08/2024
ভ্যারিয়েন্ট8GB+128GB
কালার অপশনগ্রাফাইট ব্ল্যাক, আইস সিলভার, মিস্ট ল্যাভেণ্ডার

POCO M6 Plus 5G Price in India

এই মুহূর্তে এই ফোনটির দাম সম্পর্কে আধিকারিকভাবে কিছু জানানো হয়নি। আমাজনের লিস্টিং অনুযায়ী 8GB+128GB ভ্যারিয়েন্টর দাম Rs.14,999 রাখা হবে।

Redmi Note 13R যার উপর এই ফোনটি ভিত্তি করবে বলে জানা যাচ্ছে, চীনে মে মাসে লঞ্চ হয়েছিল।

Note 13R এর বেস 6GB+128GB ভ্যারিয়েন্টর দাম CNY 1,399 (প্রায় Rs.16,150) রাখা হয়েছিল। এই ফোনটির দাম চীনে CNY 1,999 (প্রায় Rs.23,000) পর্যন্ত যায়।

প্রত্যাশিত ভ্যারিয়েন্টপ্রত্যাশিত দাম
8GB+128GBRs.14,999

POCO M6 Plus 5G Display

POCO M6 Plus 5G Display

এই ফোনটি একটি 6.79-ইঞ্চের Full HD+ IPS LCD ডিসপ্লের সাথে আসবে। এই ফোনটির রেসোলিউশন 1080 x 2460 পিক্সেলের আর পিক্সেল ডেনসির্টি 396 ppi এর।

এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz এর আর পিক ব্রাইটনেস 550 nits এর।

POCO M6 Plus 5G Chipset

এই ফোনটিকে Qualcomm Snapdragon 4+ Gen 2 চিপসেটের সাথে লঞ্চ করা হবে। এটি একটি 4nm ফ্যাব্রিকেশন প্রসেসের চিপসেট।

গ্রাফিক্সের জন্যে Adreno 613 GPU ব্যবহার করা হবে।

POCO M6 Plus 5G RAM and Storage

এই মুহূর্তে RAM আর স্টোরেজ অপশন গুলি সম্পর্কে কিছু না গেলেও এটা আশা করা হচ্ছে যে এই ফোনটি 3টে ভ্যারিয়েন্টে লঞ্চ হবে।

প্রত্যাশিত ভ্যারিয়েন্টগুলি –

  • 6GB+128GB
  • 8GB+128GB
  • 8GB+256GB

POCO M6 Plus 5G Camera

POCO M6 Plus 5G Camera

এই ফোনে পিছনে ডুয়াল ক্যামেরা সেট-আপ দেওয়া হবে। প্রাইমারি ক্যামেরার জন্যে 108MP এর সেন্সর ব্যবহার করা বলে জানানো হয়েছে। এই সেন্সরে রয়েছে 3x ইন-সেন্সর জুম।

সেকেন্ডারি আর সেলফি ক্যামেরার জন্যে একটি 2MP ম্যাক্রো আর 13MP সেন্সর ব্যবহার করা হতে পারে। এই ফোনে রিং টাইপের ফ্ল্যাশ দেওয়া হয়েছে।

POCO M6 Plus 5G Battery and Charging

এই ফোনের সাথে একটি 5030mAh ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হতে পারে। এই ফোনটিকে চার্জ করার জন্যে 33W ওয়্যার্ড ফাস্ট-চার্জিং সাপোর্ট দেওয়া হবে বলে জানা গেছে।

এই চার্জারটি বক্সের সাথেই প্রদান করা হবে।

POCO M6 Plus 5G Specifications

এই ফোনে থাকবে IP53 ওয়াটার আর ডাস্ট প্রটেকশন রেটিং। বায়োমেট্রিকের জন্যে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে ফেস আনলক দেওয়া হবে।

এছাড়া 3.5mm জ্যাকের সাথে Bluetooth 5.3 এর সাপোর্ট থাকবে।

আমাজনের লিস্টিং অনুযায়ী এই ফোনের ওজন 208 গ্রামের হবে এবং এই ফোনটির থিকনেস 8mm এর হবে।

এই ফোনটি Android 14 এর সাথে লঞ্চ করা হবে। কানেক্টিভিটির জন্যে Wi-Fi 802.11 a/b/g/n/ac, ডুয়াল 5G, Type-C পোর্ট ইত্যাদি থাকবে।

আরও পড়ুন:

উপসংহার

POCO নিজের বাজেট আর ভ্যালু ফর মানি ফোনের জন্যে বিখ্যাত আর M6 Plus 5G কোনো ব্যাতিক্রম না। এই ফোনটিকে যদি ঠিক দামে লঞ্চ করা হয় তাহলে এতে কোনো সন্দেহ নেই যে এই ফোনটি জনপ্রিয় হয়ে উঠবে।

এই ফোনটি Rs.10,000 থেকে 15,000 সেগমেন্টের বাকি ফোনগুলিকে কড়া টক্কর দেবে।

উৎস

Sk Imtiaz Ahmed

হ্যালো আমার নাম Imtiaz, আমি ছোটবেলা থেকেই অটোমোবাইল আর মোবাইল নিয়ে ব্যাপক উৎসাহী ছিলাম। সময়ের সাথে আমি প্রচুর মোবাইল ফোন ব্যবহার করার অভিজ্ঞতা অর্জন করেছি। আর এই অভিজ্ঞতার সাহায্যে আমি আপনাদের সাথে বাজারে লঞ্চ হওয়া সমস্ত নতুন মোবাইলফোন সম্পর্কে আলোচনা করব।

Leave a Comment