Poco X6 5G Discount: এই বছর জানুয়ারি মাসে ভারতে পোকো লঞ্চ করেছিল নিজের X6 সিরিজকে। Poco X6 5G নিজের প্রাইস সেগমেন্ট অনুযায়ী একটি দুর্দান্ত প্রোডাক্ট।
হালফিলহাল Amazon আর Flipkart এ এই ফোনেটিকে ভারী ডিসকাউন্টের সাথে বিক্রি করা হচ্ছে। ডিসকাউন্টের সাথে রয়েছে ব্যাঙ্ক অফারও যার ফলে এই ফোনটি আরও ভ্যালু ফর মানি হয়ে উঠেছে। এসব ছাড়াও রয়েছে No Cost EMI এর সুবিধা।
আজ আমরা Poco X6 5G এর ডিসকাউন্টের পর দাম, ব্যাঙ্ক অফার, EMI অফার আর এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা করব।
Poco X6 5G Discount and Price
এই মুহূর্তে Amazon আর Flipkart এ Poco X6 5G কে 21% থেকে 26% ডিসকাউন্টে বিক্রি করা হয়েছে। 8GB+256GB ভ্যারিয়েন্টে 24%, 12GB+256GB ভ্যারিয়েন্টে 26% আর 12GB+512GB ভ্যারিয়েন্টে 21% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
8GB+256GB ভ্যারিয়েন্টকে ভারতে Rs.21,999 এ লঞ্চ করা হয়েছিল। ডিসকাউন্টের পর এখন এই ভ্যারিয়েন্টটিকে Amazon আর Flipkart এ Rs.18,999 তে লিস্ট করা হয়েছে। এর উপর আরও Rs.1,000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট দিয়ে এই ভ্যারিয়েন্টের দাম দাঁড়াচ্ছে Rs.17,999।
12GB+256GB ভ্যারিয়েন্টকে ভারতে Rs.23,999 এ লঞ্চ করা হয়েছিল। ডিসকাউন্টের পর এখন এই ভ্যারিয়েন্টটিকে Amazon আর Flipkart এ Rs.19,999 তে লিস্ট করা হয়েছে। এর উপর আরও Rs.1,000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট দিয়ে এই ভ্যারিয়েন্টের দাম দাঁড়াচ্ছে Rs.18,999।
12GB+512GB ভ্যারিয়েন্টকে ভারতে Rs.24,999 এ লঞ্চ করা হয়েছিল। ডিসকাউন্টের পর এখন এই ভ্যারিয়েন্টটিকে Amazon আর Flipkart এ Rs.21,999 তে লিস্ট করা হয়েছে। এর উপর আরও Rs.1,000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট দিয়ে এই ভ্যারিয়েন্টের দাম দাঁড়াচ্ছে Rs.20,999।
1লা জুলাই হিসাবে Amazon এ ব্যাঙ্ক অফারের কথা বলতে গেলে কোনও ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করা হচ্ছে না। Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের সাহায্যে প্রাইম মেম্বাররা 5% আর নন মেম্বার্সরা 3% ক্যাশব্যাক পাবেন। ভ্যারিয়েন্ট অনুযায়ী আপনি মোট Rs.950 থেকে Rs.1,100 পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।
1লা জুলাই হিসাবে Flipkart এ আপনি Rs.1,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন যদি আপনি ICICI, SBI ও HDFC ব্যাংকের ডেবিট আর ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ফোনেটিক কেনেন।
Poco X6 5G EMI Plans
Amazon আর Flipkart দুটো ওয়েবসাইটেই No Cost EMI এর সুবিধা প্রদান করা হচ্ছে।
Amazon এ মোট 3 আর 6 মাসের জন্যে No Cost EMI অফার করা হচ্ছে তবে শুধুমাত্র Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে। 8GB+256GB ভ্যারিয়েন্টের ক্ষেত্রে 3 মাসের No Cost EMI হবে Rs.6,333 আর 6 মাসের জন্যে No Cost EMI হবে Rs.3,167। যদি আপনি যে কোন EMI এর সুবিধা নেন তাহলে কোন রকম ক্যাশব্যাক পাবেন না।
Flipkart এ ICICI, SBI ও HDFC ব্যাঙ্ক ছাড়া বাকি সব প্রধান ব্যাংকগুলিতেই আর Flipkar Pay Later এ No Cost EMI এর সুবিধা পাবেন। এই No Cost EMI এর সুবিধা পাওয়া যাবে 3,6 আর 9 মাসের জন্যে।
8GB+256GB ভ্যারিয়েন্টের ক্ষেত্রে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ছাড়া 3,6 আর 9 মাসের No Cost EMI যথাক্রমে Rs.6,333, Rs.3,167, Rs.2,111 হবে।
ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সাথে 6 আর 9 মাসের No Cost EMI যথাক্রমে Rs.3019 আর Rs.2013 হবে যাতে Rs.59 সিকিউরড প্যাকেজিং ফি ও ধরা থাকবে।
দ্রষ্টব্য: কেনার আগে দাম, ডিসকাউন্ট আর EMI অবশ্যই যাচাই করে নেবেন।
Poco X6 5G Display
Poco X6 এ 6.67 ইঞ্চের 1.5K AMOLED প্যানেল ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লের রিসোলিউশন 2712 × 1220 পিক্সেলের এবং পিক্সেল ডেনসিটি 446 PPI এর।
এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz এবং এই প্যানেলটি Dolby Vision ও সাপোর্ট করে। এই ডিসপ্লেকে সুরক্ষা প্রদান করে Corning Gorilla Glass Victus।
এছাড়াও আই প্রটেক্টসনের জন্যে রয়েছে Triple TÜV Rheinland সার্টিফিকেশন।
Poco X6 5G Performance
Poco X6 তে Snapdragon এর 7s Gen 2 চিপসেট ব্যবহার করা হয়েছে। এই 7s Gen 2 চিপসেটটি একটি 4nm প্রসেসের অক্টা-কোর প্রসেসর। গ্রাফিক্সের জন্যে Adreno A710 GPU ব্যবহার করা হয়েছে।
Poco X6 5G RAM and Storage
এই মুহূর্তে এই ফোনটি মোট তিনটে RAM আর স্টোরেজ ভ্যারিয়েন্ট অপশনে পাওয়া যাচ্ছে। এই ভ্যারিয়েন্টগুলি হল – 8GB+256GB, 12GB+256GB আর 12GB+512GB।
এই ফোনে LPDDR4X RAM আর UFS 2.2 টাইপ স্টোরেজ ব্যবহার করা হয়েছে। এই ফোনে 12GB পর্যন্ত ভার্চুয়াল RAM ও পাওয়া যায়।
Poco X6 5G Camera
Poco X6 এ ট্রিপল রিয়ার ক্যামেরা সেট-আপ দেওয়া হয়েছে। প্রাইমারি ক্যামেরার জন্যে 64MP এর সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়াও আমরা 8MP আলট্রা-ওয়াইড ক্যামেরা আর 2MP এর ম্যাক্রো ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে।
সেলফির জন্যে 16MP এর ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে।
Poco X6 5G Battery and Charging
এই ফোনে 5100mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনেটিকে তাড়াতাড়ি চার্জ করার জন্যে 67W এর ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোনটিকে USB Type C পোর্টের সাহায্যে চার্জ করা যায় এবং বক্সের সাথেই ফাস্ট চার্জার প্রদান করা হয়।
Poco X6 5G Specifications
বায়োমেট্রিকের জন্যে এই ফোনে রয়েছে In-Dispay Fingerprint Sensor এবং এর সাথেও AI Face Unlock এর সাহায্যেও আপনি এই ফোনেটিকে আনলক করতে পারবেন। এই ফোনটির ওজন 181 গ্রামের। এই ফোন ডুয়াল SIM কার্ড স্লটের সাথে dual 5G standby দেওয়া হয়েছে।
এই ফোনে Bluetooth 5.2 দেওয়া হয়েছে এবং রয়েছে Hi-Res ওয়ারলেস অডিও সার্টিফিকেশন। এই ফোনে ডুয়াল স্পিকারের সাথে রয়েছে 3.5mm এর হেডফোন জ্যাক। ভালো অডিও এক্সপিরিয়েন্স এর জন্যে রয়েছে Dolby Atmos আর Hi-Res Audio সার্টিফিকেশন। ওয়াটার আর ডাস্ট থেকে সুরক্ষার জন্যে রয়েছে IP54 রেটিং।
আরও পড়ুন:
- খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে Vivo V40
- বছরের শেষে লঞ্চ হতে চলেছে Vivo X200 Pro
- মাত্র 7,699 টাকায় লঞ্চ হল Realme এর এই নতুন ফোন
উপসংহার
আপনি যদি বাজেটে একটি ভাল স্পেসিফিকেশন সহ ফোন নিতে চান তাহলে Poco X6 5G একটি দুর্দান্ত বিকল্প হিসেবে নিজেকে প্রতিষ্ঠান করে। এই ফোনটিকে কনটেন্ট দেখার কথা মাথায় রেখে লঞ্চ করা হয়েছে। এই ফোনে একটি ভাল ডিসপ্লের সাথে রয়েছে ভাল অডিও এক্সপিরিয়েন্স।
যেখানে এখনও কিছু মিড্-রেঞ্জ ডিভাইসের বেস ভ্যারিয়েন্টে 128GB এর স্টোরেজ দেওয়া হয় সেখানে এই বাজেটে Poco বেস ভ্যারিয়েন্টেই 256GB এর স্টোরেজ প্রদান করছে। এটা বলা বাহুল্য যে Poco X6 5G একটি ভ্যালু ফর মানি প্রোডাক্ট।