Vivo V40 Launch Date in India: ভারতে Vivo V30 আর V30 Pro কে 7ই মার্চে লঞ্চ করেছিল ভিভো। এবার ভিভো নিজের V30 সিরিজের উত্তরাধিকার V40 কে ভারতে লঞ্চ করার জন্যে প্রস্তুত হচ্ছে। এই জল্পনার মূল উৎস হল, V40 কে BIS এর ওয়েবসাইটে হালফিলহাল লক্ষ্য করা গেছে। মডেল নম্বর “V2348” কে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস দ্বারা 21শে জুনে অনুমোদন অনুদানও করা হয়েছে।
কয়েক দিন আগেই ভিভো নিজের V40 সিরিজকে ইউরোপে লঞ্চ করার ঘোষণা করে দিয়েছে। ইউরোপের পর এবার ভারতে V40 কে লঞ্চ করার প্রস্তুতি করছে Vivo। আজ আমরা Vivo V40 লঞ্চের তারিখের সাথে দাম আর এই ফোনটির স্পেসিফিকেশন নিয়ে একটি বিস্তারিত আলোচনা করব।
Vivo V40 Launch Date in India
14ই জুন 2024 এ ভিভো জার্মানিতে উয়েফা ইউরো 2024 চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচকে উদযাপন করে V40 এবং V40 লাইট স্মার্টফোনকে উন্মোচন করেছিল। জুলাই মাসের শুরু থেকে এই ফোনেটিকে ইউরোপে কেনার জন্যে উপলব্ধ করা হবে।
এই মুহূর্তে, ভিভোর তরফ থেকে ভারতে V40 এর লঞ্চের সম্পর্কে কোনরকম আধিকারিক ঘোষণা করা হয়নি। ভিবিন্ন সূত্র অনুসারে ভারতে Vivo V40 কে আগস্ট বা সেপ্টেম্বরে লঞ্চ করা হবে বলে জানা গেছে।
ইউরোপের লঞ্চ ডেট | 14ই জুন 2024 (জার্মানি) |
ভারতে লঞ্চ ডেট | আগস্ট বা সেপ্টেম্বর 2024 |
Vivo V40 Launch Price in India
ইউরোপের বাজারে V40 এর দাম ভারতীয় মুদ্রায় প্রায় Rs.53,000 রাখা হয়েছে। তবে, এতে কোনও প্রকার সন্দেহ নেই যে ভারতীয় বাজারে প্রতিযোগিতাকে মাথায় রেখে এই ফোনটির দাম কম রাখা হবে। Vivo V30 কে ভারতে Rs.33,999 থেকে Rs.37,999 লঞ্চ করা হয়েছিল। Vivo V40 এর দাম ভারতে Rs.35,000 থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে।
ইউরোপে Vivo V40 কে দুটো কালার অপশনে পেশ করা হয়েছে – স্টেলার সিলভার আর নেবুলা পার্পল।
Vivo V40 ভারতে দাম | Rs.35,000 থেকে শুরু (প্রত্যাশিত) |
কালার অপশন | স্টেলার সিলভার আর নেবুলা পার্পল |
Vivo V40 Display
V40 তে একটি 6.78 ইঞ্চের কার্ভড 1.5K AMOLED প্যানেল ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লের রেসোলিউশন হল 2800 × 1260 পিক্সেলের। এই প্যানেলের রিফ্রেশ রেট 60 Hz অথবা 120 Hz এর। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 4500 nits এর আর পিক্সেল ডেনসিটি 452 PPI এর। এই প্যানেলটি HDR 10+ কে সাপোর্ট করে।
ডিসপ্লে সাইজ | 6.78 ইঞ্চ |
ডিসপ্লে টাইপ | কার্ভড 1.5K AMOLED |
রিফ্রেশ রেট | 60 Hz অথবা 120 Hz |
পিক ব্রাইটনেস | 4500 nits |
ডিসপ্লে রেসোলিউশন | 2800 × 1260 পিক্সেল |
পিক্সেল ডেনসিটি | 452 PPI |
HDR 10+ সাপোর্ট | থাকবে |
Vivo V40 Performance
Vivo V40 এ Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেট ব্যবহার করা হয়েছে। ভারতীয় মডেলেও এই চিপসেটটিকে ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে। 7 Gen 3 চিপসেটটি একটি 4 nm অক্টা-কোর প্রসেসর। গ্রাফিক্সের জন্যে Adreno 720 GPU ব্যবহার করা হয়েছে।
চিপসেট | 4 nm Qualcomm Snapdragon 7 Gen 3 |
গ্রাফিক্স | Adreno 720 GPU |
Vivo V40 RAM and Storage
এই ফোনে 8GB অথবা 12GB LPDDR4X RAM দেওয়া হয়েছে। ভিভোর ইউরোপিয়ান ওয়েবসাইট অনুযায়ী এই ফোনটি মোট দুটি ভ্যারিয়েন্টে আসবে – 8 GB + 256 GB অথবা 12 GB + 512 GB। এই ফোনে UFS 2.2 টাইপের স্টোরেজ ব্যবহার করা হয়েছে।
RAM | 8GB অথবা 12GB |
RAM টাইপ | LPDDR4X |
স্টোরেজ | 256 GB অথবা 512 GB |
স্টোরেজ টাইপ | UFS 2.2 |
Vivo V40 Camera
V40 তে পিছনে ডুয়াল-ক্যামেরা সেট-আপ দেওয়া হয়েছে। প্রাইমারি ক্যামেরার জন্যে 50 MP এর ZEISS অপটিক্স সহ সেন্সর ব্যবহার করা হয়েছে। এই প্রাইমারি ক্যামেরাতে OIS দেওয়া হয়েছে এবং f/1.88 এর অ্যাপারচার দেখা যায়। সেকেন্ডারি ক্যামেরা জন্যেও একটি 50 MP এর সেন্সর ব্যবহার করা হয়েছে। এই সেকেন্ডারি ক্যামেরা হল একটি ZEISS অপটিক্স সহ আলট্রা-ওয়াইড সেন্সর।
সেলফির জন্যেও 50 MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ফোনে ভাল লো লাইট ফটোগ্রাফির জন্যে ভিভোর অরা লাইট দেওয়া হয়েছে।
রিয়ার ক্যামেরা সেট-আপ | ডুয়াল-ক্যামেরা সেট-আপ |
প্রাইমারি ক্যামেরা | 50 MP সেন্সর |
সেকেন্ডারি ক্যামেরা | 50 MP আলট্রা-ওয়াইড সেন্সর |
ZEISS অপটিক্স | থাকবে |
সেলফি ক্যামেরা | 50 MP সেন্সর |
অরা লাইট | থাকবে |
Vivo V40 Battery and Charging
এই ফোনে 5500mAh এর লিথিয়াম-আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটিতে 80W এর ওয়্যার্ড ফাস্ট-চার্জিং দেওয়া হয়েছে। এই ফোনে কোনো প্রকার ওয়ারলেস চার্জিং এর বিকল্প নেই। তবে, ইউরোপে এই ফোনের সাথে চার্জার দেওয়া হচ্ছে না এবং ভারতেও চার্জার দেওয়া হবে না বলে জানা যাচ্ছে। এই ফোনেটিকে চার্জ করা যাবে USB Type-C 2.0 এর মাধ্যমে। এই ফোনে OTG রিভার্স চার্জিং এর সাপোর্ট দেওয়া হয়েছে।
ব্যাটারি ক্যাপাসিটি | 5500mAh লিথিয়াম-আয়ন |
চার্জিং স্পিড | 80W ওয়্যার্ড ফাস্ট-চার্জিং |
ওয়ারলেস চার্জিং | থাকবেনা |
পোর্ট | USB Type-C 2.0 |
OTG রিভার্স চার্জিং | সাপোর্টেড |
Vivo V40 Specifications
V40 তে ডুয়াল ন্যানো SIM কার্ড স্লট দেওয়া হয়েছে। এই ফোনটি 5G ডুয়াল-স্ট্যান্ডবাই সাপোর্ট করে। এই ফোনটির ওজন 190 গ্রামের এবং প্রিমিয়াম অনুভূতির জন্যে পিছনে ফাইবার প্লাস্টিকের জায়গায় গ্লাসের ব্যবহার করা হয়েছে। বায়োমেট্রিকের জন্যে এই ফোনটিতে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ব্যবহার করা হয়েছে।
এই ফোনে Hi-Fi অডিও সাপোর্ট দেওয়া হয়নি। এই ফোনে Bluetooth 5.4 আর NFC এর সাপোর্ট থাকবে। সফটওয়ারের ক্ষেত্রে এই ফোনে Android 14 উপর ভিত্তি করে Funtouch OS 14 দেওয়া হবে।
SIM কার্ড স্লট | ডুয়াল ন্যানো SIM কার্ড স্লট |
ওজন | 190 গ্রাম |
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর | ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর |
Hi-Fi অডিও | সাপোর্টেড না |
Bluetooth ভার্শন | Bluetooth 5.4 |
NFC | থাকবে |
সফটওয়ার | Funtouch OS 14 (Android 14) |
আরও পড়ুন:
- বছরের শেষে লঞ্চ হতে চলেছে Vivo X200 Pro
- মাত্র 7,699 টাকায় লঞ্চ হল Realme এর এই নতুন ফোন
- বাজার চমকাতে আস্তে চলেছে Honor 200 5G Series
উপসংহার
আপনি যদি একটি ভালো মিড-রেঞ্জ ফোন কিনতে চান তাহলে Vivo V40 একটি ভাল বিকল্প হয়ে উঠতে পারে। ভিভো একটি ব্র্যান্ড যে ক্যামেরা ভিত্তিক ফোন বাজারে পেশ করার জন্যে বিখ্যাত। যদি ফটোগ্রাফি আপনার মূল ফোকাস হয় তাহলে এই ফোনটি একটি ভাল বিকল্প।