Vivo V40 Pro Launch Date in India: ভারতে আগামী কয়েকদিনের মধ্যেই লঞ্চ হতে চলেছে Vivo V40 Pro, জানুন দাম আর স্পেসিফিকেশন্স

By Sk Imtiaz Ahmed

Updated on:

Follow Us
Vivo V40 Pro Launch Date in India

Vivo V40 Pro Launch Date in India: ভিভো ভারতে V30 সিরিজের উত্তরাধিকার V40 সিরিজকে খুব শিগগিরই ভারতে লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যে 14ই জুনে ভিভো ইউরোপে V40 SE আর V40 লঞ্চের ঘোষণাও করে দিয়েছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা BIS এর ওয়েবসাইটে “V2348” অর্থাৎ V40 কে লক্ষ্য করা গেছে।

চিনে 30 মেতে S19 Pro আর S19 কে লঞ্চ করা হয়ে গেছে। এই S19 কে V40 নামে ইউরোপের মার্কেটে লঞ্চ করা হয়েছে। S19 Pro কে এখনও গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়নি তবে, ভারতে এই মডেলকে V40 Pro হিসেবে লঞ্চ করা হবে। আগামী 2 মাসের মধ্যে এই V40 সিরিজ ভারতে লঞ্চ হবে বলে জানা যাচ্ছে ভিবিন্ন সূত্র থেকে।

ইতিমধ্যেই আমরা V40 এর সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা করেছি এবং আজ আমরা V40 Pro এর লঞ্চ, দাম আর স্পেসিফিকেশন নিয়ে একটি বিস্তারিত আলোচনা করব।

Vivo V40 Pro Launch Date in India

ভিভো এখনও V40 সিরিজের লঞ্চ সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। তবে, যেহেতু ভারতে Vivo V30 আর V30 Pro কে একসাথে লঞ্চ করা হয়েছিল তাই এটা আশা করা হচ্ছে যে এবারও V40 আর V40 Pro কেও একই সাথে লঞ্চ করা হবে।

যেহেতু, V40 21শে জুনে BIS এর দ্বারা অনুমোদন পেয়ে গেছে তাই এই সিরিজটি ভারতে লঞ্চ হতে আর বেশি সময় নেই। আগস্ট বা সেপ্টেম্বরে Vivo V40 এর সাথে V40 Pro ভারতে লঞ্চ হয়ে যাবে।

Vivo V40 Pro Price in India

Vivo V40 Pro Price in India

চিনে S19 Pro কে মোট চারটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। চিনে Vivo S19 Pro বা V40 Pro এর দাম CNY3299 থেকে CNY3999 পর্যন্ত রাখা হয়েছে যা ভারতীয় মূল্য হিসেবে প্রায় Rs.37,875 থেকে Rs.45,912। এই মুহূর্তে চিনে এই ফোনটি তিনটি কালার অপশনে পাওয়া যাচ্ছে – ব্লু , গ্রিন আর গ্রে।

ভারতে V30 Pro এর 8GB + 256GB ভ্যারিয়েন্টকে Rs.41,999 আর 12GB + 512GB ভ্যারিয়েন্টকে Rs.46,999 এ লঞ্চ করা হয়েছিল। V40 Pro এর দামও একই Rs.41,999 থেকে শুরু হবে এবং Rs.46,999 পর্যন্ত যাবে।

ভ্যারিয়েন্টপ্রত্যাশিত দাম
8GB + 256GBRs.41,999
12GB + 512GB Rs.46,999

Vivo V40 Pro Display

Vivo V40 Pro Display

Vivo V40 Pro তেও V40 এর মত 6.78 ইঞ্চের কার্ভড 1.5K AMOLED ডিসপ্লে ব্যবহার করা হবে। এই ডিসপ্লের রিসোলিউশন 2800 × 1260 পিক্সেলের হবে। এই ডিসপ্লেতে 60Hz অথবা 120Hz রিফ্রেশ রেট দেওয়া হবে। এই প্যানেলটির 4500 nits এর পিক ব্রাইটনেসের সাথে 452 PPI এর পিক্সেল ডেনসিটি হবে। সংস্থা অনুসারে হার্ডওয়্যার লেভেলে লো ব্লু লাইট সাপোর্ট থাকবে যা ভাল আই প্রটেকশন করবে।

ডিসপ্লে সাইজ6.78 ইঞ্চ
ডিসপ্লে টাইপ1.5K AMOLED (কার্ভড)
রিফ্রেশ রেট60Hz/120Hz
পিক ব্রাইটনেস4500 nits
পিক্সেল ডেনসিটি আর ডিসপ্লে রেসোলিউশন452 PPI, 2800 × 1260 পিক্সেল

Vivo V40 Pro Performance

চিনে S19 Pro কে Dimensity 9200+ চিপসেটের সাথে লঞ্চ করা হয়েছে। ভারতেও V40 Pro এই একই চিপসেটের সাথে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। Dimensity 9200+ হল একটি 4nm প্রসেসের অক্টা-কোর প্রসেসর। এই ফোনে গ্রাফিক্সের জন্যে Immortalis-G715 ব্যবহার করা হবে।

চিপসেট4nm MediaTek Dimensity 9200+
গ্রাফিক্সImmortalis-G715

Vivo V40 Pro RAM and Storage

চিনে এই ফোনটিতে মোট 3 টি RAM এর অপশনের সাথে লঞ্চ করা হয়েছে। আমরা 8GB, 12GB আর 16GB LPDDR5 RAM এর অপশন দেখতে পাই। তবে, ভারতে 8GB আর 12GB RAM এর অপশন দেওয়ার সম্ভবনা বেশি।

চিনে স্টোরেজের জন্যে আমরা UFS3.1 টাইপের 256GB অথবা 512GB অপশন দেখতে পাই। ভারতেও একই 256GB আর 512GB স্টোরেজ অপসন দেওয়া হবে।

RAM8GB/12GB
RAM টাইপLPDDR5
স্টোরেজ256GB/512GB
স্টোরেজ টাইপUFS3.1

Vivo V40 Pro Camera

Vivo V40 Pro Camera

এই ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেট-আপ দেওয়া হবে। প্রাইমারি ক্যামেরার জন্যে 50MP এর CMOS সেন্সর দেওয়া হবে, সেকেন্ডারি ক্যামেরার জন্যে একটি 50MP এর টেলিফোটো সেন্সর দেওয়া হবে। তৃতীয় ক্যামেরার জন্যে থাকবে একটি 8MP এর আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর।

প্রাইমারি আর সেকেন্ডারি টেলিফোটো সেন্সরে OIS এর সাথে EIS দেওয়া হবে যার ফলে প্রচন্ড স্থির আর পরিষ্কার ছবি তোলা যাবে। ফ্ল্যাশের জন্যে ভিভোর বিখ্যাত Aura Light ব্যবহার করা হবে যার ফলে ভাল লো লাইট ফটো তোলা যাবে।

S19 এর গ্লোবাল মডেল V40 এ ZEISS Lens ব্যবহার করা হয়েছে। এতে কোন সন্দেহ নেই যে S19 Pro এর গ্লোবাল মডেল অর্থাৎ Vivo V40 Pro তে ZEISS Lens ব্যবহার করা হবে।

সেলফির জন্যে একটি 50MP এর ক্যামেরা দেওয়া হবে যার অ্যাপারচার f/2.0।

ক্যামেরা সেট-আপ (রিয়ার)ট্রিপল ক্যামেরা সেট-আপ
প্রাইমারি ক্যামেরা50MP CMOS সেন্সর
সেকেন্ডারি ক্যামেরা0MP টেলিফোটো সেন্সর
তৃতীয় ক্যামেরা8MP আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর
স্টেবিলাইজেশনOIS আর EIS
ফ্ল্যাশAura Light
ZEISS Lensথাকবে
সেলফি ক্যামেরা50MP (f/2.0)

Vivo V40 Pro Battery and Charging

এই ফোনেও V40 এর মত 5500mAh এর লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। 80W পর্যন্ত ওয়্যার্ড ফাস্ট-চার্জার এর দ্বারা এই ফোনটিকে চার্জ করা যাবে। এই ফোনে USB Type-C 2.0 পোর্ট দেওয়া হয়েছে এবং OTG রিভার্স চার্জিং সাপোর্ট রয়েছে।

যেহেতু ইউরোপে V40 এর সাথে চার্জার দেওয়া হচ্ছে না তাই এই ফোনের সাথে কোনও চার্জিং ব্রিক দেওয়া হবে না।

ব্যাটারি ক্যাপাসিটি5500mAh (লিথিয়াম-আয়ন)
চার্জিং স্পিড80W (ওয়্যার্ড)
ওয়ারলেস চার্জিংদেওয়া হবেনা
চার্জিং পোর্টType-C 2.0
রিভার্স চার্জিংOTG

Vivo V40 Pro Specifications

এই ফোনে ডুয়াল ন্যানো SIM কার্ড স্লটের সাথে ডুয়াল-স্ট্যান্ডবাই থাকবে। বিওমেট্রিকের জন্যে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। এই ফোনে Bluetooth 5.3 এর সাথে SBC, AAC, aptX, aptX HD আর LDAC Codec এর সাপোর্ট থাকবে।

এই ফোনের ওজন 192 গ্রাম রাখা হয়েছে। ওয়ারলেস পেমেন্টের জন্যে NFC দেওয়া হবে। এই ফোনে IR blaster সেন্সরও দেওয়া হবে যা রিমোটের কাজ করতে পারবে। এই ফোনটি Funtouch OS 14 এর সাথে আসবে যেটা Android 14 উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

SIM কার্ড স্লটডুয়াল ন্যানো SIM কার্ড স্লট (ডুয়াল-স্ট্যান্ডবাই)
বিওমেট্রিকইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
Bluetooth ভার্শন5.3
অডিও কোডেকSBC, AAC, aptX, aptX HD আর LDAC
ওজন192 গ্রাম
IR blasterথাকবে
সফটওয়ারAndroid 14 (Funtouch OS 14)

আরও পড়ুন:

উপসংহার

Vivo ক্যামেরা ভিত্তিক ফোন তৈরি করার জন্যে বিখ্যাত আর Vivo V40 Pro কোন ব্যাতিক্রম নয়। Rs.50,000 সেগমেন্টের হিসেবে একটি ভাল বিকল্প। যদি আপনার মূল ফোকাস ফটোগ্র্যাপি হয় তাহলে এই ফোনটি কিনে আপনি ভুল করবেন না।

ফটোগ্রাফি ছাড়া পারফরম্যান্সের ক্ষেত্রে এই ফোনটি কোন ভাবেই পিছিয়ে নেই কারণ এটি Dimensity 9200+এর সাথে আসে যা Snapdragon 8 Gen 2 কে সরাসরি টক্কর দেয়।

উৎস


Sk Imtiaz Ahmed

হ্যালো আমার নাম Imtiaz, আমি ছোটবেলা থেকেই অটোমোবাইল আর মোবাইল নিয়ে ব্যাপক উৎসাহী ছিলাম। সময়ের সাথে আমি প্রচুর মোবাইল ফোন ব্যবহার করার অভিজ্ঞতা অর্জন করেছি। আর এই অভিজ্ঞতার সাহায্যে আমি আপনাদের সাথে বাজারে লঞ্চ হওয়া সমস্ত নতুন মোবাইলফোন সম্পর্কে আলোচনা করব।

Leave a Comment