Vivo X200 Pro Launch Date in India: ২০২৪ সালের শুরুতে চাইনিজ মোবাইল নির্মাতা ভিভো, ভারতের বাজারে নিজের ফ্ল্যাগশিপ Vivo X100 Pro আর Vivo X100 কে লঞ্চ করেছিল। ভিভো এবার এই দুটি মোবাইলের উত্তরাধিকার লঞ্চ করার জন্যে প্রস্তুত হচ্ছে।
ভিবিন্ন সূত্র অনুসারে এটা জানা যাচ্ছে যে বছরের শেষেই লঞ্চ হতে চলেছে Vivo X200 Pro আর Vivo X200। ইতিমধ্যেই চাইনিজ সোশ্যাল মিডিয়া সাইট উইবোতে ডিজিটাল চ্যাট স্টেশন নামক টিপষ্টার আসন্ন ফ্ল্যাগশিপ X200 Pro মডেলের কিছু ডিটেইলস লিক করেছে।
লিক অনুসারে আসন্ন X200 Pro মডেলের স্পেসিফিকেশন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। আমরা 6.7 অথবা 6.8-ইঞ্চের LTPO AMOLED ডিসপ্লে দেখতে পারি। এছাড়াও এটা জানা যাচ্ছে যে Dimensity এর আসন্ন 9400 সিরিজের চিপসেট ব্যবহার করা হবে। আজ আমরা Vivo X200 Pro এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই আলোচনায় থাকবে X200 Pro এর ভারতে লঞ্চের তারিখ, ভারতে সম্ভাব্য দাম, স্পেসিফিকেশন ও ইত্যাদি।
Vivo X200 Pro Launch Date in India
X200 Pro এর লঞ্চ সম্পর্কে ভিভোর তরফ কোন আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে এটা বলা যেতে পারে যে X200 সিরিজ লঞ্চ হতে এখনও কিছু সময় আছে। ২০২৪ সালের ডিসেম্বর অথবা জানুয়ারী ২০২৫ এ Vivo X200 Pro আর Vivo X200 ভারতে লঞ্চ হতে চলেছে।
Vivo X200 Pro Price in India
Vivo X200 Pro এর দাম সম্পর্কে এখনও কোনও রকম তথ্য প্রকাশ করা হয়নি। ভিভো ভারতে X100 Pro কে Rs. 89,999 এ লঞ্চ করেছিল। অতয়েব, এটা আশা করা যেতে পারে যে Vivo X200 Pro ভারতে লঞ্চের সময় দাম একই Rs. 89,999 রাখা হবে।
Vivo X200 Pro Display
ভিভো নিজের আসন্ন ফ্ল্যাগশিপ মডেলে LTPO AMOLED ডিসপ্লে ব্যবহার করবে। এই ডিসপ্লে একটি 1.5K প্যানেল হবে যার রেসোলিউশন 1260 x 3200 পিক্সেলের হবে বলে জানা গেছে। সূত্র অনুসারে আমরা 6.7 অথবা 6.8-ইঞ্চের প্যানেল দেখতে পেতে পারি। এই ডিসপ্লেটিতে চারদিকেই পাতলা বেজেলের সাথে চারটি মাইক্রো-কার্ভড দেওয়া হবে যার রিফ্রেশ রেট 120Hz এর হবে। এই ডিসপ্লেতে 3000 নিটস এর পিক ব্রাইটনেস দেখতে পাওয়া যাবে।
বৈশিষ্ট্য | বিবরণ |
---|---|
ডিসপ্লে সাইজ | 6.7 অথবা 6.8-ইঞ্চ |
ডিসপ্লে টাইপ | 1.5K LTPO AMOLED |
রেসোলিউশন | 1260 x 3200 পিক্সেল |
রিফ্রেশ রেট | 120Hz |
পিক ব্রাইটনেস | 3000 নিটস |
ডিসপ্লে বেজেল | পাতলা সাথে চারটি মাইক্রো-কার্ভ |
Vivo X200 Pro Performance
Vivo X100 Pro তে MediaTek এর Dimensity 9300 চিপসেট ব্যবহার করা হয়েছে। লিক অনুযায়ী X200 Pro MediaTek এর আসন্ন Dimensity 9400 ব্যবহার করা হবে জানা গেছে।
এই আসন্ন চিপসেটটিকে MediaTek অক্টোবর বা নভেম্বর মাসে বাজারে পেশ করবে বলে জানা গেছে। এই চিপসেটটি সরাসরি আসন্ন Snapdragon 8 Gen 4 কে টক্কর দেবে। গ্রাফিক্স এর জন্যে Immortalis-G720 GPU এর পরবর্তী জেনারেশন ব্যবহার করা হবে।
বৈশিষ্ট্য | বিবরণ |
---|---|
চিপসেট | MediaTek Dimensity 9400 |
GPU | Immortalis-G720 |
Vivo X200 Pro RAM and Storage
X200 Pro তেও আমরা X100 Pro এর মত আমরা LPDDR5X 16GB এর RAM আর 512GB UFS 4.0 এর ইন্টারনাল স্টোরেজ দেখতে পারি। 16GB RAM এর সাথে 16 GB এর ভার্চুয়াল RAM দেওয়া হবে।
বৈশিষ্ট্য | বিবরণ |
---|---|
RAM | 16GB |
RAM টাইপ | LPDDR5X |
ইন্টারনাল স্টোরেজ | 512GB |
ইন্টারনাল স্টোরেজ টাইপ | UFS 4.0 |
ভার্চুয়াল RAM | 16 GB |
Vivo X200 Pro Camera
X200 Pro তেও পিছনে 50MP এর ট্রিপল ক্যামেরা পেরিস্কোপ সেট-আপ দেখতে পাওয়া যাবে বলে জানা গেছে।
X100 Pro তে প্রাইমারি ক্যামেরার জন্যে 50MP এর Sony IMX989 সেন্সর ব্যবহার করা হয়েছে। প্রাইমারি ক্যামেরার সাথে একটি 50MP এর ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 50MP এর টেলিফোটো ক্যামেরা দেওয়া হয়েছে।
সামনে সেই একই 32 MP সেলফি ক্যামেরা দেওয়া হবে।
ক্যামেরা | বৈশিষ্ট |
---|---|
প্রাইমারি ক্যামেরা | 50MP Sony IMX989 |
সেকেন্ডারি ক্যামেরা | 50MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা |
থার্ড ক্যামেরা | 50MP টেলিফোটো ক্যামেরা |
সেলফি ক্যামেরা | 32 MP |
Vivo X200 Pro Battery and Charging
লিক অনুযায়ী X200 Pro তে আমরা একটি নতুন বড় সিলিকন ব্যাটারি ব্যবহার করা হবে। এই ব্যাটারিটি সম্ভবত 5500 mAh এর হতে পারে। এই মোবাইলটিকে চার্জের জন্যে 100W এর ফ্ল্যাশচার্জার ও 50W রিভার্স ওয়্যারলেস চার্জিং এর অপসন দেওয়া হবে।চার্জিং ও ডাটা ট্রান্সফারের জন্যে 3.2 Gen1 USB Type-C পোর্ট দেওয়া হবে।
বৈশিষ্ট্য | বিবরণ |
---|---|
ব্যাটারি | সিলিকন ব্যাটারি |
ব্যাটারি ক্যাপাসিটি | 5500 mAh |
ওয়্যার্ড চার্জিং স্পিড | 100W |
ওয়ারলেস চার্জিং স্পিড | 50W |
রিভার্স ওয়্যারলেস চার্জিং | থাকবে |
পোর্ট | 3.2 Gen1 USB Type-C |
Vivo X200 Pro Specifications
লিক অনুযায়ী এই আসন্ন ফ্ল্যাগশিপে আমরা সিঙ্গেল-পয়েন্ট আল্ট্রাসনিক আন্ডার-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাব। এই ফোনটিতে আমরা IP68 ওয়াটার আর ডাস্ট রেসিস্টেন্স রেটিং দেখতে পাব। সফটওয়ারের ক্ষেত্রে এই ফোনে এন্ড্রয়েড 15 উপর ভিত্তি ফানটাচ OS 15 দেওয়া হবে। এছাড়াও আমরা Bluetooth 5.4, NFC, ২টো ন্যানো সিম কার্ড স্লট ইত্যাদি ফিচার দেখতে পাওয়া যায়।
বৈশিষ্ট | বিবরণ |
---|---|
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর | সিঙ্গেল-পয়েন্ট আল্ট্রাসনিক আন্ডার-স্ক্রিন |
ওয়াটার আর ডাস্ট রেসিস্টেন্স | IP68 রেটিং |
সফটওয়ার | ফানটাচ OS 15 |
Bluetooth ভার্শন | Bluetooth 5.4 |
NFC | থাকবে |
SIM কার্ড স্লট | ডুয়াল ন্যানো সিম কার্ড স্লট |
আরও পড়ুন:
- বাজার চমকাতে আস্তে চলেছে Honor 200 5G Series
- 10 জুলাই বাজার কাঁপাতে লঞ্চ হচ্ছে Moto G85 5G
- ভারতে আগামী কয়েকদিনের মধ্যেই লঞ্চ হতে চলেছে Vivo V40 Pro
উপসংহার
আমরা আজ এই আর্টিকেলে Vivo X200 Pro এর সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা করেছি। X200 Pro ফিচারের দিক থেকে X100 Pro এর তুলনায় আরও উন্নত হবে। আপনার যদি এই আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে আপনি ফোন খবরের আরও আর্টিকেল পড়তে পারেন।